প্রণব দা'কে বাংলায় চিঠি মোদীর

প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বাসগৃহ রাজাজি মার্গে গিয়ে দেখা করে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 'প্রণব দা'র সঙ্গে দেখা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ও।    

Updated By: Dec 13, 2017, 05:14 PM IST
প্রণব দা'কে বাংলায় চিঠি মোদীর

নিজস্ব প্রতিবেদন: মোদীই পারেন! অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রাষ্ট্রপতিকে 'প্রণব দা' বলে ডেকে অবাক করেছিলেন অনুষ্ঠানে উপস্থিত গণ্যমান্যদের। খবরের শিরোনামে এসছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সম্বোধন। এবার খবরের শিরোনামে নরেন্দ্র মোদীর বাংলায় লেখা চিঠি। 

আরও পড়ুন- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমা পিছল

২০১৭ সালের ১১ ডিসেম্বর, ৮২-তে পা রেখেছেন প্রণব মুখোপধ্যায়। বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মিষ্টভাষী মোদী বেছে নিয়েছিলেন 'মিষ্টি ভাষা' বাংলাকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো বাংলায় লেখা শুভেচ্ছা বার্তা পেয়ে আবেগাপ্লুত হন প্রাক্তন রাষ্ট্রপতিও। এবার মোদীর পাঠানো সেই চিঠিই টুইটার হ্যান্ডেলে তুলে দিলেন 'সিটিজেন প্রণব'। সেখানে বাংলায় শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য নরেন্দ্র মোদীর প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি। 

আরও পড়ুন- কন্ডোমের বিজ্ঞাপনে নিষেধাজ্ঞায় বিদ্রূপের ঝড় সোশ্যাল মিডিয়ায়

প্রসঙ্গত উল্লেখ্য, প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বাসগৃহ রাজাজি মার্গে গিয়ে দেখা করে আসেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। 'প্রণব দা'র সঙ্গে দেখা করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ও।    

.