অনশনে বসে ওদের অপরাধের পর্দাফাঁস করব: মোদী

সংসদের অচলাবস্থার প্রতিবাদে এবার একদিনের অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।

Updated By: Apr 11, 2018, 09:14 PM IST
অনশনে বসে ওদের অপরাধের পর্দাফাঁস করব: মোদী

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''২০১৪ সালে যে সব লোকেরা ক্ষমতায় আসতে পারেনি, দেশের অগ্রগতি সহ্য করতে পারছেন না তাঁরা।'' বিরোধীদের হট্টগোলের জেরে অচল হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এর প্রতিবাদে বৃহস্পতিবার অনশনে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। 

মোদী এদিন বলেন, ''একদিনও সংসদ সচল হতে দেয়নি ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে। অনশনে বসে বিশ্বের সামনে ওদের অপরাধ ফাঁস করব। অনশন করলেও আমার কাজে ব্যাঘাত হবে না।''

প্রধানমন্ত্রী অনশনে বসার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''এটা অনশন নয়, লোকদেখানো। এসএসসি ও সিবিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে অনশন করুন প্রধানমন্ত্রী। দলিতদের কাছে ক্ষমা চান।''

উল্লেখ্য, সংসদের অচলাবস্থার প্রতিবাদে এবার একদিনের অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। ১২ এপ্রিল, বৃহস্পতিবার অনশনে বসবেন তাঁরা। প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে অনশনে যোগ দেবেন বিজেপির সাংসদ ও নেতারাও। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শেষ হয়েছে গত ৬ এপ্রিল। দ্বিতীয় পর্বে বিরোধীদের হইহট্টোগোলের জেরে সুষ্ঠুভাবে চলতে পারেনি সংসদের অধিবেশন। রাজ্যসভার অধিবেশনের সময় নষ্ট হয়েছে ১২১ ঘণ্টা। মাত্র ৪৪ ঘণ্টা চলেছে সংসদ। ২৭ দিন সংসদের উচ্চকক্ষে প্রশ্নোত্তর পর্ব হয়নি। 

আরও পড়ুন- তাজমহল কার? ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত নথি চাইল সুপ্রিম কোর্ট

.