Narendra Modi Twitter Account: বিটকয়েন নিয়ে ভুল ট্যুইট, মোদীর অ্যাকাউন্টে হ্যাকারদের হানা?
প্রতিক্রিয়ায় কী বলল প্রধানমন্ত্রীর দফতর?
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ( Prime Minister Narendra Modi) ট্যুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা? ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (Bitcoin) নিয়ে করা একটি ট্যুইট ঘিরে তুঙ্গে জল্পনা। সরাসরি হ্যাকিংয়েরর কথা না বললেও, একটা সমস্যা যে হয়েছিল তা স্বীকার করেছে প্রধানমন্ত্রীর দফতর (PMO)। সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান করা হয়েছে বলেও জানিয়েছে পিএমও (PMO)।
জানা গিয়েছে, রবিবার ভোর ২ বেজে ১১ মিনিট নাগাদ প্রধানমন্ত্রীর সরকারি অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়। যাতে দাবি করা হয়, ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে (Bitcoin) মান্যতা দিচ্ছে সরকার। সঙ্গে একটি লিঙ্কও শেয়ার করা হয়। এই ট্যুইটকে ঘিরেই বিতর্ক তৈরি হয়। তড়িঘড়ি প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে ট্যুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ওই বিতর্কিত ট্যুইটটি ডিলিট করা হয়। পাল্টা ট্যুইটে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানান হয়, নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) ট্যুইটার অ্যাকাউন্টে সাময়িক সমস্যা হয়েছিল।
The Twitter handle of PM @narendramodi was very briefly compromised. The matter was escalated to Twitter and the account has been immediately secured.
In the brief period that the account was compromised, any Tweet shared must be ignored.
— PMO India (@PMOIndia) December 11, 2021
ওই বিতর্কিত ট্যুইট ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি।
Good Morning Modi ji,
Sab Changa Si?SS Credit : @AdityaRajKaul pic.twitter.com/0YLVdzmreq
— Srinivas BV (@srinivasiyc) December 11, 2021
২০২০-র সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) ব্যক্তিগত ওয়েবসাইটের ট্যুইটার হ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। সেবারও ক্রিপ্টোকারেন্সি নিয়েই ভুল ট্যুইট করা হয়েছিল।
আরও পড়ুন: Omicron threat: ফের লকডাউন? ২৭ জেলায় বাড়ছে কোভিড
আরও পড়ুন: Lakkhir Bhander: গোয়াতেও এবার 'লক্ষ্মীর ভাণ্ডার' তৃণমূলের! মাসিক ভাতা বাংলার থেকে অনেক বেশি