PNB জালিয়াতি কাণ্ডে বড় সাফল্য ED-র, টাকা ফেরালেন প্রতারক Nirav Modi-র বোন

১৩ হাজার ৫০০ কোটি টাকার পিএনবি জালিয়াতি।

Updated By: Jul 1, 2021, 07:30 PM IST
PNB জালিয়াতি কাণ্ডে বড় সাফল্য ED-র, টাকা ফেরালেন প্রতারক Nirav Modi-র বোন

নিজস্ব প্রতিবেদন: পিএনবি আর্থিক জালিয়াতি কাণ্ডে (Punjab National Bank fraud case) বড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রায় ১৭.৫ কোটি টাকা ফিরিয়ে দিল প্রতারক হীরে ব্যবসায়ী নীরব মোদীর বোন পূরবী মোদী।

১৩ হাজার ৫০০ কোটি টাকার পিএনবি জালিয়াতি কাণ্ডে নীরব মোদীর পাশাপাশি তাঁর বোন পূরবী মোদী এবং ভগ্নিপতি মৈনাক মেহতারও নাম জড়ায়। যদিও তদন্তে সাহায্যের আশ্বাস দেওয়ায় এবং রাজসাক্ষী হওয়ায়, গত জানুয়ারি মাসে আদালত তাঁদের মুক্তি দেয়। এরপরই ২৪ জুন কেন্দ্রীয় সংস্থাকে পূরবী জানায়, লন্ডনে তাঁর নামে খোলা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত রেখেছে নীরব মোদী। তদন্তের স্বার্থে সেই টাকা ফিরিয়ে দেবেন তিনি। তদন্তে সব রকম ভাবে সাহায্যেরও আশ্বাস দেন তিনি। সেই শর্ত অনুযায়ী বৃহস্পতিবার তাঁর লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ১৭.৫ কোটি টাকা ফিরিয়ে দিলেন রাজসাক্ষী পূরবী মোদী।

আরও পড়ুন: ‘আপনারা ভগবান, সমস্ত দেশবাসীর হয়ে ধন্যবাদ’, Doctors' Day-তে চিকিৎসকদের Modi-র কুর্নিশ

আরও পড়ুন: রাশিয়ার Sputnik Light ভ্যাকসিন ট্রায়ালে অসম্মতি কেন্দ্রের

প্রত্যর্পণ মামলায় ইতিমধ্যে লন্ডন হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে পিএনবি-কাণ্ডের অন্যতম অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদী। ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল, তাঁর প্রত্যর্পণে যে সিলমোহর দিয়েছিলেন, তার বিরোধিতা করে লন্ডন হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন নীরব মোদী। গত সপ্তাহে সেই আবেদন খারিজ করেছে আদালত। এরপরই বিদেশ মন্ত্রক জানান, যত দ্রুত সম্ভব নীরবকে ভারতে নিয়ে আসা হবে৷

.