সরকারি অনুষ্ঠানে মন্ত্রীকে চিনতেই পারলেন না পুলিস কর্মী, তত্ক্ষণাত বরখাস্তের নির্দেশ

স্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ানে গিয়েছিলেন একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে

Updated By: Feb 15, 2020, 04:32 PM IST
সরকারি অনুষ্ঠানে মন্ত্রীকে চিনতেই পারলেন না পুলিস কর্মী, তত্ক্ষণাত বরখাস্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রীকে চিনতেই পারলেন না পুলিস ইন্সপেক্টর। তাতেই রাগে অগ্নিশর্মা মন্ত্রী। একেবারে স্পটে দাঁড়িয়ে ওই পুলিস কর্মীকে বরখাস্ত করার নির্দেশ দিলেন মন্ত্রী। বিহারের সিওয়ানের ঘটনা।

আরও পড়ুন-শিক্ষিত মানুষদের বিরিয়ানি খাইয়ে রাস্তায় বসানো হচ্ছে, পার্কসার্কাস নিয়ে বিস্ফোরক দিলীপ

শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ানে গিয়েছিলেন একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। সেখানে অনুষ্ঠানস্থলে ঢুকতে গেলে তাঁকে আটকে দেন এএসআই গণেশ চৌহান। ব্যাস! তাতেই প্রচণ্ড রেগে যান মঙ্গল পাণ্ডে।

পাশে দাঁড়িয়ে থাকা এডিপিওর ওপরে চিত্কার জুড়ে দেন। বলতে থাকেন, কাদের নিয়োগ করেন আপনারা! এরা রাজ্যের মন্ত্রীকে চিনতে পারে না। ওকে সাসপেন্ড করুন।

আরও পড়ুন-কংগ্রেসকে বুড়ো আঙুল, মহারাষ্ট্রে NPR-এর কাজ শুরুর সিদ্ধান্ত উদ্ধবের

মঙ্গলপাণ্ডের আরও অনেক কীর্তি রয়েছে। গতবছর এক কাণ্ড করেন মঙ্গল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে এক বৈঠকের মধ্যেই তিনি ভারত-পাকিস্তান ম্যাচের স্কোর জিজ্ঞাসা করে বসেন। সে সময় বিহারের এনসেফেলাইটিস নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন হর্ষবর্ধন।   

.