অমিত শাহকে অর্থ, জয়শঙ্কর বিদেশ মন্ত্রকে! আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে মোদী
আজই বসবে মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার শপথ নিয়েছেন মোদী মন্ত্রিসভার ৫৮ সদস্য। শুক্রবার এদের মধ্যে দফতর বন্টন করা হবে। এদে মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।
আরও পড়ুন-তীব্র গরম থেকে মিলতে পারে মুক্তি, সুখবর দিল আবহাওয়া দফতর
জি নিউজের খবর অনুযায়ী কে কোন দফতর সামলাবেন তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজই বসবে মোদী মন্ত্রিসভার প্রথম বৈঠক।
জেনে নিন মন্ত্রীদের সম্ভাব্য নাম ও দফতর-
রাজনাথ সিং-স্বরাষ্ট্র
অমিত শাহ-অর্থ
নির্মলা সীতারমন-প্রতিরক্ষা
এস জয়শঙ্কর-বিদেশ
স্মৃতি ইরানি-নারী ও শিশুকল্যাণ
রাম বিলাস পাসোয়ান-গ্রাহক বিষয়ক
আরও পড়ুন-লাড্ডু বিতরণের সময়ে বিজেপি সমর্থদের ওপরে হামলার অভিযোগ, তুলকালাম পঞ্চসায়র
রমেশ পকরিওয়াল-স্বাস্থ্য
রবিশঙ্কর প্রসাদ-আইন
নরেন্দ্র সিং তোমার-সংসদ বিষয়ক, পঞ্চায়েত বিষয়ক
ভি সদানন্দ গৌড়া-পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ন
অর্জুন মুন্ডা-এমএসএমই
থর চন্দ্র গেহলট-সামাজিক ন্যায়