ইতিহাস পড়াতে পড়াতে ইতিহাসে ডুব দিলেন রাষ্ট্রপতি, ফিরে গেলেন নিজের স্কুলের দিনে

শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষকের ভূমিকায় রাষ্ট্রপতি। প্রেসিডেন্সিয়াল এস্টেটে দিল্লির নামী স্কুলের ছাত্রছাত্রীদের পড়ালেন ইতিহাস। অন্যদিকে, কীর্ণাহারের শিবচন্দ্র হাইস্কুল স্মরণ করল তার প্রাক্তন ছাত্রকে।

Updated By: Sep 4, 2015, 10:06 PM IST
ইতিহাস পড়াতে পড়াতে ইতিহাসে ডুব দিলেন রাষ্ট্রপতি, ফিরে গেলেন নিজের স্কুলের দিনে

ব্যুরো: শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষকের ভূমিকায় রাষ্ট্রপতি। প্রেসিডেন্সিয়াল এস্টেটে দিল্লির নামী স্কুলের ছাত্রছাত্রীদের পড়ালেন ইতিহাস। অন্যদিকে, কীর্ণাহারের শিবচন্দ্র হাইস্কুল স্মরণ করল তার প্রাক্তন ছাত্রকে।

ইতিহাস পড়াতে পড়াতে নিজের ইতিহাসে ডুব দিলেন রাষ্ট্রপতি। ছোটবেলার দুষ্টুমি-মায়ের বকুনি-কষ্ট করে স্কুলে যাওয়া। প্রেসিডেন্সিয়াল এস্টেটের নলেজ ফ্লোর। শিক্ষক দিবস উপলক্ষ্যে শিক্ষকের ভূমিকায় রাষ্ট্রপতি। ছাত্রের আসনে দিল্লির নামী স্কুলের পড়ুয়ারা। কিন্তু, প্রোটোকলে বন্দি রাষ্ট্রপতির মন ডুব দিল পাঁচ-ছয় দশক পিছনে। নিজের ছাত্রজীবনে।

কীর্ণাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়। এখন বর্তমান চেহারায়। পুরনো ভবন, যেখানে পড়াশোনা করতেন প্রণব মুখোপাধ্যায়, তা আর নেই। কিন্তু, স্কুল জুড়ে রয়েছে কামদাকিঙ্কর মুখোপাধ্যায়ের মেধাবি সন্তানের স্মৃতি।  কেউ কাউকে ভোলেনি। শিক্ষক দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির মনজুড়ে তাঁর স্কুলের দিনগুলি। আর স্কুলের আত্মায় জেগে রয়েছেন ছোট্ট প্রণব।

.