সেঞ্চুরি করল টমেটো!
মে মাসে ৪০, জুনে হয়ে গেল ১০০। একমাসেই দ্বিগুণেরও বেশি দাম বাড়ল টমেটোর। বাজারে গিয়ে হাত পুড়ছে আম আদমির। হায়দরাবাদের বাজারে গেলেই পকেট ফাঁকা হচ্ছে জনতার। শুধু টমেটোই নয়, দাম আকাশ ছুঁয়েছে কাচা লঙ্কার। মে মাসে যে ক্যাপসিকাম পাওয়া যেত প্রতি কেজি ৪০ টাকায় তা এখন কিনতে হচ্ছে ৮৫ টাকায়।
ওয়েব ডেস্ক: মে মাসে ৪০, জুনে হয়ে গেল ১০০। একমাসেই দ্বিগুণেরও বেশি দাম বাড়ল টমেটোর। বাজারে গিয়ে হাত পুড়ছে আম আদমির। হায়দরাবাদের বাজারে গেলেই পকেট ফাঁকা হচ্ছে জনতার। শুধু টমেটোই নয়, দাম আকাশ ছুঁয়েছে কাচা লঙ্কার। মে মাসে যে ক্যাপসিকাম পাওয়া যেত প্রতি কেজি ৪০ টাকায় তা এখন কিনতে হচ্ছে ৮৫ টাকায়।
কেমন যাচ্ছে কোন সব্জির বাজার দর? দেখে নিন এক ঝলকে-
টমেটো- প্রতি কেজি ১০০ টাকা
আলু- প্রতি কেজি ২৫ টাকা
ক্যাপসিকাম- প্রতি কেজি ৮০ টাকা
কাচা লঙ্কা- প্রতি কেজি ১২০ টাকা (মে মাসে দাম ছিল ৫০)
বাঁধাকপি- প্রতিটির দাম যা ছিল ৫০, তা এখন ৮০ টাকা।