মাঝ রাতে গুলির লড়াই, ৩ জঙ্গিকে উড়িয়ে দিল সেনা বাহিনী

Updated By: Nov 7, 2017, 08:27 AM IST
মাঝ রাতে গুলির লড়াই, ৩ জঙ্গিকে উড়িয়ে দিল সেনা বাহিনী

সংবাদ সংস্থা : ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের পুলওয়ামা। সোমবার রাতে সেনা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল ৩ জঙ্গি।

আরও পড়ুন : নিয়ম ভাঙবেন না, গাড়ি চালককে 'শিক্ষা' দিলেন  বাইক আরোহী, দেখুন ভিডিও 

সূত্রের খবর, পুলওয়ামার কান্দির আগলারে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই খবর পাওয়ার পরই সোমবার রাত থেকে তল্লাসি শুরু করে সেনা বাহিনী। এরপর সেনা বাহিনীকে দেখে আচমকা গুলি চালাতে শুরু করলে, জওয়ানরাও পাল্টা গুলি চালানো শুরু করেন। ঘটনাস্থলেই নিহত হয় ৩ জঙ্গি।

 

তবে ৩ জঙ্গিকে নিকেশ করার পরও তল্লাসি অব্যাহত। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু করে সেনা বাহিনী। পাশাপাশি সেনা বাহিনী এবং জঙ্গিদের গুলির লড়াইয়ে যাতে স্থানীয়দের কোনও ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক জওয়ানরা।

 

এদিকে ‘আজাদ কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়। এবার এমনই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি। লন্ডন স্কুল অব ইকোনমিক্সে এক অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্বাসি বলেন, ‘আজাদ কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই।’ তিনি আরও বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভাল হতে পারে।’

.