ফের সন্ত্রাসের ছায়া পুনেতে, থানার সামনে বিস্ফোরণে জখম ৩

ফের সন্ত্রাসের ছায়া মহারাষ্ট্রে। থানার সামনে বোমা বিস্ফোরণে জখম হলেন তিনজন। তাঁদের মধ্যে একজন কনস্টেবল। পুনের ফরাসখানা থানার সামনে পার্কিং এরিয়ায় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা কম হলেও, তার ধরন কপালে ভাঁজ ফেলেছে পুলিসকর্তাদের। পার্কিং এরিয়ায় দাঁড় করানো একটি বাইকে এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটে। পুনের পুলিস কমিশনার সতীশ মাথুর জানিয়েছেন, এই ঘটনায় সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

Updated By: Jul 10, 2014, 06:04 PM IST

ফের সন্ত্রাসের ছায়া মহারাষ্ট্রে। থানার সামনে বোমা বিস্ফোরণে জখম হলেন তিনজন। তাঁদের মধ্যে একজন কনস্টেবল। পুনের ফরাসখানা থানার সামনে পার্কিং এরিয়ায় ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা কম হলেও, তার ধরন কপালে ভাঁজ ফেলেছে পুলিসকর্তাদের। পার্কিং এরিয়ায় দাঁড় করানো একটি বাইকে এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল। তা থেকে বিস্ফোরণ ঘটে। পুনের পুলিস কমিশনার সতীশ মাথুর জানিয়েছেন, এই ঘটনায় সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

বিস্ফোরণের জেরে বাইকের ছড়ানো ছেটানো যন্ত্রাংশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরাসখানা থানার অদূরেই রয়েছে বিখ্যাত দাগদুশেঠ গণেশ মন্দির। পুলিস সূত্রে খবর, নাশকতার জন্য গত কয়েক বছর ধরেই জঙ্গিদের রাডারে রয়েছে এই মন্দির। দুহাজার দশ সালে দাগদুশেঠ মন্দির উড়িয়ে দেওয়ার ছক কষেছিল ইন্ডিয়ান মুজাহিদিন। তখন এর পিছনে মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছিল জঙ্গি কাতিল সিদ্দিকির নাম। দুহাজার বারো সালে পুনের ইয়েরওয়ারা জেলে কাতিল সিদ্দিকিকে গলা টিপে খুন করা হয়। স্বাভাবিক ভাবেই আজ মন্দিরের অদূরে বিস্ফোরণে সন্ত্রাসের ছায়া দেখছে পুলিস।

.