গুরুদ্বারে আকন্ঠ মদপান মহিলার, গুলি করে দেওয়া হল 'সাজা'
গুরুদ্বার বসে মদ খাওয়ার অভিযোগে এক মহিলাকে গুলি করে খুন করা হল পাঞ্জাবে। এক মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দিলেন এক ব্যক্তি। পাতিয়ালার সিনিয়র পুলিস সুপার বরুণ শর্মা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাতিয়ালায়। পরমিন্দর কৌর নামে ওই মহিলা পাতিয়ালার দুখনিবারণ সাহিব গুরুদ্বারের সরোবরের (পবিত্র জলাধার) পাশে বসে মদ্যপান করছিলেন বলে অভিযোগ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুদ্বার বসে মদ খাওয়ার অভিযোগে এক মহিলাকে গুলি করে খুন করা হল পাঞ্জাবে। এক মহিলাকে গুলিতে ঝাঁঝরা করে দিলেন এক ব্যক্তি। পাতিয়ালার সিনিয়র পুলিস সুপার বরুণ শর্মা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালায়। পরমিন্দর কৌর নামে ওই মহিলা পাতিয়ালার দুখনিবারণ সাহিব গুরুদ্বারের সরোবরের (পবিত্র জলাধার) পাশে বসে মদ্যপান করছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন, Air Hostess Molested: দুবাই-অমৃতসর উড়ানে সীমা ছাড়ালেন যাত্রী, বিমানবালার অভিযোগে গ্রেফতার যুবক
সোমবার পাতিয়ালা পুলিসের SSP বরুণ শর্মা জানান, ওই গুরুদ্বারের পবিত্র সরোবরের পাশে বসে পারবিন্দর মদ্যপান করছিলেন। মদের বোতল নিয়েই গুরুদ্বারে ঢোকেন তিনি। বিষয়টি চোখে পড়ায় গুরুদ্বারে আসা অনেকে আপত্তি জানান। কিন্তু তার পরও ওই এলাকায় বসে মদ্যপান করা বন্ধ করেননি পারবিন্দর। পুলিসের তরফে অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, রিভলভার দিয়ে সাইনি পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস।
মোট ৫বার গুলি চালানো হয় তাঁকে লক্ষ্য করেন নির্মলজিৎ সিং। সেই সময় গুরুদুয়ার কর্তৃপক্ষের এক ব্যক্তি এগিয়ে এসে নির্মলজিৎয়ের কাছ থেকে পিস্তল কেড়ে নিতে চান। সেই সময় তাঁকেও গুলি করে নির্মলজিৎ। গুরুদ্বার কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুদ্বারে কর্মরত এক তরুণী এই কাণ্ড দেখে এগিয়ে গিয়েছিলেন, তাঁকে আটকানোরও চেষ্টা করেন। তরুণীর সঙ্গে বচসাও হয় তাঁর। পরমিন্দরকে ম্যানেজারের ঘরে নিয়ে যেতে চেয়েছিলেন ওই তরুণী। এর মধ্যে সেখানে হাজির হন নির্মলজিৎ। গুলি চালানোর সময় তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন সঙ্গত। শোনেনি নির্মলজিৎ। গুলি চালিয়ে দেন তিনি।
আরও পড়ুন, Karnataka | Congress: মুসলিম-ডিকে জোড়া ফলায় বিদ্ধ কংগ্রেস! কর্নাটকে কোন ফর্মুলায় সরকার গড়বে কংগ্রেস?