বদায়ূঁর ধর্ষণকাণ্ডে গ্রেফতার ৫, পলাতক ২

৪৮ ঘণ্টায় তিনটি গণধর্ষণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে অবশেষে সক্রিয় হল উত্তরপ্রদেশ সরকার। বদায়ূঁর দুই দলিত বোনের ধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই পুলিসকর্মীকে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনেরও ঘোষণা হয়েছে। ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই গ্রেফতার করেছে পুলিস। কিন্তু এখনও অধরা ২ জন।

Updated By: May 31, 2014, 12:09 PM IST

৪৮ ঘণ্টায় তিনটি গণধর্ষণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে অবশেষে সক্রিয় হল উত্তরপ্রদেশ সরকার। বদায়ূঁর দুই দলিত বোনের ধর্ষণের ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই পুলিসকর্মীকে। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনেরও ঘোষণা হয়েছে। ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৫ জনকেই গ্রেফতার করেছে পুলিস। কিন্তু এখনও অধরা ২ জন।

২৭ তারিখ রাতে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ১৪ ও ১৫ বছরের দুই বোন। পরেরদিন সকালে গ্রামের একটি আম গাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনেরও ঘোষণা হয়েছে। এরই মাঝে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বেফাঁস মন্তব্যে নতুন করে মাথা চাড়া দিয়েছে বিতর্ক।

পরিবারের অভিযোগ প্রথমেই পুলিস গড়িমসি না করলে হয়তো দু`জনকেই বাঁচানো যেত।

.