'আপনার ফোনের সব দেখছেন উনি', Pegasus কেলেঙ্কারি নিয়ে আক্রমণ রাহুলের

পেগাসাস কেলেঙ্কারি নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। 

Updated By: Jul 19, 2021, 01:24 PM IST
'আপনার ফোনের সব দেখছেন উনি', Pegasus কেলেঙ্কারি নিয়ে আক্রমণ রাহুলের

নিজস্ব প্রতিবেদন: পেগাসাস কেলেঙ্কারি নিয়ে এবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। দেশজুড়ে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। এই প্রেক্ষাপটেই এদিন টুইটে সরব হলেন সোনিয়া-পুত্র৷ 

কী লিখেছেন রাহুল গান্ধী?

কেন্দ্রকে নিশানা করে রাহুল লেখেন, "আমরা জানি উনি ফোনে কী কী পড়ার চেষ্টা করছেন। আপনার ফোনের সব কিছুই দেখছেন।" 

সোমবারই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এর আগেই প্রকাশ্যে এসেছে পেগাসাস স্পাইওয়্যার কেলেঙ্কারি। যেখানে একাধিক বিরোধী নেতা-মন্ত্রী এবং সাংবাদিকদের ফোনে আড়ি পাতছে কেন্দ্র, সেই খবর সামনে এসেছে।

আরও পড়ুন, বাদল অধিবেশনের প্রথম দিনেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ, সাইকেলে চড়ে সংসদে TMC সাংসদরা 

এই প্রেক্ষিতে বাদল অধিবেশনের শুরুতে কেন্দ্রর কাছে গোটা বিষয়টি নিয়ে জবাব চেয়েছে বিরোধীরা। মোদী সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়ে নোটিসও দিয়েছেন তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবর মাসে খবরের শিরোনামে এসেছিল পেগাসাস। ভারতের এক প্রখ্যাত সংবাদপত্রে এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল। সেখানে পেগাসাসের নামে ফোনে আড়ি পাতার অভিযোগ উঠছিল। সেই তালিকায় ছিলেন কূটনীতিক, নেতা, সাংবাদিক ও উচ্চ সরকারি আধিকারিক। ২০১৯ সালে WhatsApp-ও  Pegasus-এর বিরুদ্ধে অভিযোগ এনেছিল।

.