শরিকরা চাইলে প্রধানমন্ত্রী হব: রাহুল গান্ধী

ক্ষমতায় আসলে কী করবেন? তিনটি কাজ বললেন কংগ্রেস সভাপতি।

Updated By: Oct 6, 2018, 12:02 AM IST
শরিকরা চাইলে প্রধানমন্ত্রী হব: রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন: ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন? রাহুল গান্ধীর জবাব,''যদি ওরা (জোটসঙ্গী) চায়, নিশ্চিত''। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি বলেন, ''আসন্ন লোকসভা নির্বাচনে মোদী সরকারকে হারানোর সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। তারপরই প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে বেছে নেওয়া হবে''। এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কি দায়িত্ব নেবেন? রাহুল তখন বলেন, ''নিশ্চিত''।   

তাঁর নতুন 'হিন্দুত্বে'র কৌশল নিয়েও প্রশ্ন করা হয়। রাহুলের জবাব, ''আমি আগেও মন্দির, গুরুদ্বার ও মসজিদে যেতাম। তবে এখনই এসব প্রকাশ করা হচ্ছে। আমার মনে হয়, এটা বিজেপির পছন্দ নয়। ওদের বিরক্তি উদ্রেক করে এসব। বিজেপি মনে করে, ওরাই শুধু মন্দিরে যেতে পারবে''।    

ক্ষমতায় আসলে কী করবেন? রাহুল বলেন, ''কংগ্রেস কেন্দ্রের ক্ষমতায় আসলে তিনটি কাজ করব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের হাত শক্ত করব। দ্বিতীয় কৃষকদের বোঝাব, তাঁদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, নতুন মেডিক্যাল ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলব'''।        

আরও পড়ুন- ক্লাবগুলিকে টাকা দেওয়া হয়ে গিয়েছে: হাইকোর্টের স্থগিতাদেশ রায় প্রসঙ্গে মমতা

.