আবার মেঘ ভেঙে বৃষ্টি উত্তরাখণ্ডে, মৃত ৩
বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। ফের মেঘ ভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে। আজ সকাল সাড়ে ছটায় দেবপ্রয়াগের তেহরিতে মেঘ ভাঙা বৃষ্টি নামে। মৃত্যু হয় তিনজনের। আহত হন বেশ কয়েকজন। ক্ষতি হয় কয়েকটি বাড়ির।
বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। ফের মেঘ ভাঙা বৃষ্টি উত্তরাখণ্ডে। আজ সকাল সাড়ে ছটায় দেবপ্রয়াগের তেহরিতে মেঘ ভাঙা বৃষ্টি নামে। মৃত্যু হয় ৩ জনের। আহত হন বেশ কয়েকজন। ক্ষতি হয় কয়েকটি বাড়ির।
এখনও বিপর্যস্ত এলাকায় আটকে ৯ হাজার মানুষ। আজও আবহাওয়ার তেমন উন্নতি হয়নি বন্যা বিধ্বস্ত উত্তরাখণ্ডে। তবে তার মধ্যেও উদ্ধারকাজ চালানোর চেষ্টা করবে সেনাবাহিনী, এনডিআরএফ এবং আইটিবিপি। চেষ্টা চালাবেন বিপর্যস্ত এলাকায় গিয়ে আটকে থাকা নয় হাজার মানুষকে উদ্ধার করার। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগাতে পারেন নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা। রুদ্রপ্রয়াগে উদ্ধারকাজ চালাবেন তাঁরা।