রাজেন্দ্র পচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সরব হলেন আরও এক মহিলা!

আরও বিপাকে রাজেন্দ্র পচৌরি। দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সরব হলেন আরও এক মহিলা। মহিলার দাবি, দুহাজার তিন সালে তিনি দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট বা টেরিতে কাজে যোগ দেন। অভিযোগ, কয়েক মাসের মধ্যেই পচৌরির যৌন হেনস্থার শিকার হন তিনি।

Updated By: Feb 11, 2016, 08:40 AM IST
রাজেন্দ্র পচৌরির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সরব হলেন আরও এক মহিলা!

ওয়েব ডেস্ক: আরও বিপাকে রাজেন্দ্র পচৌরি। দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউটের এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সরব হলেন আরও এক মহিলা। মহিলার দাবি, দুহাজার তিন সালে তিনি দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট বা টেরিতে কাজে যোগ দেন। অভিযোগ, কয়েক মাসের মধ্যেই পচৌরির যৌন হেনস্থার শিকার হন তিনি। এমনকি পচৌরির কারণেই তাঁকে এক বছরের মাথায় কাজে ইস্তফা দিতে হয় বলে অভিযোগ করেছেন তিনি। পুরনো অভিযোগ তুলে এনে পচৌরিকে সিরিয়াল সেক্সুয়াল হ্যারাসার বলে উল্লেখ করেছেন ওই মহিলা। সম্প্রতি টেরির এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে উন্নীত হয়েছেন পচৌরি। তার আগে থাকতেই একাধিক যৌন হেনস্থার মামলায় অভিযুক্ত দেশের প্রথম সারির এই পরিবেশ বিজ্ঞানী। এত বিতর্কের পরেও পচৌরিকে টেরির এগজিকিউটিভ ভাইস চেয়ারম্যান করায় অনেকেই ক্ষুব্ধ। আইনজীবী, সমাজকর্মীদের একাংশ অবিলম্বে টেরি থেকে তাঁর পদত্যাগ দাবি করেছেন। আসন্ন সমাবর্তনে পচৌরির হাত থেকে ডিগ্রির শংসাপত্র নিতে অস্বীকার করেছেন টেরির কুড়িজন অ্যালুমনি।

.