আরুশির খুনের সময় ঘুমোচ্ছিলেন বাবা?

নয়ডার একটি ফ্ল্যাটে যখন আরুশি ও হেমরাজকে খুন করা হয়। তখন ঘুমোচ্ছিলে আরুশির বাবা রাজেশ তলয়ার। সোমবার আদলতে জানিয়েছেন রাজেশ। সিআরপিসির ৩১৩ ধারায় আজ রাজেশের বয়ান রেকর্ড করা হয়। বিচারক বয়ানের ব্যাখ্যাও চান রাজেশের কাছে। তখনই এই স্বীকারোক্তি করেন আরুশির বাবা।

Updated By: May 20, 2013, 06:17 PM IST

নয়ডার একটি ফ্ল্যাটে যখন আরুশি ও হেমরাজকে খুন করা হয়। তখন ঘুমোচ্ছিলে আরুশির বাবা রাজেশ তলয়ার। সোমবার আদলতে জানিয়েছেন রাজেশ। সিআরপিসির ৩১৩ ধারায় আজ রাজেশের বয়ান রেকর্ড করা হয়। বিচারক বয়ানের ব্যাখ্যাও চান রাজেশের কাছে। তখনই এই স্বীকারোক্তি করেন আরুশির বাবা।
খুনের সেই রাতে রাজেশের ঘরে যে ইন্টারনেটে কাজ চলছিল, সে কথাও মানতে চাননি তিনি। উল্টে গোটা বিষয়টিকে প্রযুক্তির ত্রুটি বলে দাবি রাজেশের।
এরআগে নয়ডার জোড়া খুন মামলায় রাজেশ ও নূপুর তলওয়ারের আবেদন শুনতে চায়নি সুপ্রিম কোর্ট। এই মামলায় ১৪ জন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের বিশেষ আদালত। এমনই জানিয়ে দেয় শীর্ষ আদালত। ডাক্তার দম্পতির আবেদন ছিল, সিবিআই আদালতের এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। সেই আর্জিকেই মেনে নিতে নারাজ শীর্ষ আদালত।

.