খাদ্যসুরক্ষা বিলের বিরোধিতায় জাতীয় সড়ক অবরোধ
খাদ্যসুরক্ষা বিলের নামে লোকসভা নির্বাচনের আগে মানুষকে টাকা দিয়ে কিনতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে আজ দেশের সবকটি জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
খাদ্যসুরক্ষা বিলের নামে লোকসভা নির্বাচনের আগে মানুষকে টাকা দিয়ে কিনতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগে আজ দেশের সবকটি জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন।
বড় কোনও বিপর্যয়ের ক্ষেত্রে মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছোনোর বদলে নগদ টাকা দেওয়ার উল্লেখ রয়েছে খাদ্যসুরক্ষা বিলে। এর পরিবর্তে গণবন্টন ব্যবস্থাকে আরও মজবুত করার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। মোট চোদ্দো দফা দাবিতে আজ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত প্রতীকি অবরোধে সামিল হয়েছেন রেশন ডিলারসরা। তবে অবরোধের আওতার বাইরে রাখা হয়েছে জল, অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবাগুলিকে। দমদম বিমানবন্দরের এক নম্বর গেটের সামনেও বিক্ষোভ দেখান রেশন দোকানের মালিকেরা। হাওড়ার উলুবেড়িয়ায় বিক্ষোবরত ডিলারদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তিতে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিস লাঠিচার্জ করে। এলাকায় র্যাফ নামানো হয়েছে।