ডেরা ভক্তদের তাণ্ডবে জ্বলছে উত্তর ভারত, বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
Updated By: Aug 26, 2017, 11:28 AM IST

ওয়েব ডেস্ক : ডেরা ভক্তদের তাণ্ডবে জ্বলছে গোটা উত্তর ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ডাকে আজ নিরাপত্তা পর্যালোচনা বৈঠক। যোগ দেবেন স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ অফিসার, আধা সামরিক বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা।
শুক্রবার ফোনে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন রাজনাথ। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের বৈঠকে গোটা উত্তর ভারতের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
আরও পড়ুন, গুরমিত রাম রহিম ভক্তদের তাণ্ডব পঞ্জাব-হরিয়ানা জুড়ে, এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু