রামনবমীতে সজাগ ওড়িশা, ভদ্রকে বন্ধ ইন্টারনেট
গতবছর রাম নবমীতে ভদ্রকের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই সেবার দেবদেবী সম্পর্কে কুরচিকর মন্তব্য করা হয়। তাতেই অশান্তির সৃষ্টি
নিজস্ব প্রতিবেদন: রামনবমীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া ব্যবস্থা নিল ওড়িশার ভদ্রক জেলা প্রশাসন। গত বছর গোলমালের কথা মাথায় রেখে এবার সোশ্যাল মিডিয়াতেও কড়াকড়ি করা হল। ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার সন্ধ্যে ছটা থেকে আগামী দু’দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। জেলা পুলিস সুপার অনুপ সাহু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। শুধু তাই নয় রামনবমীর মিছলকে কেন্দ্র করে যতে কোনও অশান্তি ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ৫০ প্ল্যাটুন পুলিস মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন-সল্টলেকে রামনবমীর মিছিল আটকাল পুলিস, উত্তেজনা
উল্লেখ্য, গতবছর রাম নবমীতে ভদ্রকের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই সেবার দেব-দেবী সম্পর্কে কুরচিকর মন্তব্য করা হয়। তাতেই অশান্তির সৃষ্টি হয়। দুপক্ষের গোলমালে গ্রেফতার করা হয় ১৫০ জনকে। এবার তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন।