মুখ-কান খুবলে নিয়েছে ইঁদুর, করোনায় মৃতের দেহ নিতে গিয়ে আঁতকে উঠল পরিবার
এনিয়ে তদন্তের আদেশ দিয়েছে প্রশাসন। এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণে মৃত ৮৭ বছরের এক বৃদ্ধের দেহ নিতে গিয়ে চমকে উঠল পরিবারের লোকজন। মৃতের মুখ ও পায়ের অংশ যেন খুবলে নেওয়া হয়েছে। ইন্দোরের ইউনিক হাসপাতালের ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্য়ে।
আরও পড়ুন-দার্জিলিংয়ের চিড়িয়াখানার জৌলুস বাড়িয়ে গাছে গাছে খেলা করছে লাল পান্ডা! দেখুন ভিডিওয়
মৃতের পরিবারের অভিযোগ, মর্গে মৃতদেহ একেবারেই অযত্নে রেখে দেওয়া হয়েছিল। ফলে দেশের বিভিন্ন অংশ খুবলে খেয়েছে ইঁদুর। প্রীতি জৈন নামে মৃতের পুত্রবধূ সংবাদমাধ্যমে মৃতদেহ দেখিয়ে বলেন, দেখুন কীভাবে মৃত্যুর চারঘণ্টার মধ্যে দেহ ইঁদুরে খুবলে খেয়েছে। ওরা আমাদের আগেই মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলতে পারত!
আরও পড়ুন-বাংলা-কেরল ছাড়াও দক্ষিণের ৪ রাজ্যে আল-কায়দার জাল! তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য
মৃতের ছেলে প্রকাশ জৈন বলেন, দেখে আঁতকে উঠেছি, মৃতদেহের চোখ, কান, পা খুবলে খেয়েছে ইঁদুরে। হাসপাতার এর কোনও দায়িত্বই নিতে চাইছে না।
এদিকে, এনিয়ে তদন্তের আদেশ দিয়েছে প্রশাসন। এক আধিকারিক জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জেলা শাসকের তত্ত্ববধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।