ইউপিএ-র সংকটের মধ্যেই ভোটের দামামা বাজাল বিজেপি

কেন্দ্রের সিঙ্গে ডিএমকে নিজেদের গাঁটছাড়া ছিন্ন করার কিছুক্ষণের মধ্যেই প্রধান বিরোধী দল বিজেপি ঘটা করে জানিয়ে দিল নির্বাচনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এই সরকার ভেন্টিলেশনে চলে গেছে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাখভি।

Updated By: Mar 19, 2013, 02:35 PM IST

কেন্দ্রের সিঙ্গে ডিএমকে নিজেদের গাঁটছাড়া ছিন্ন করার কিছুক্ষণ পরেই বিজেপি ঘটা করে জানিয়ে দিল নির্বাচনের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। এই ঘোষণা করার সঙ্গে সঙ্গেই এই সরকার ভেন্টিলেশনে চলে গেছে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাখভি।
ডিমকে কেন্দ্রের উপর থেকে সমর্থন প্রত্যাহার করায় সরকার কিছুটা সংকটে পড়লেও, এখনি সরকার ভেঙে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। করুণানিধির দলকে ছাড়া ইউএপি-২ সরকারের মোট আসন সংখ্যা এখন ২৩০। কিন্তু বাইরে থেকে সপা, বসপার মত আঞ্চলিক দল গুলির সমর্থনের জন্য এখনও কেন্দ্রীয় সরকার ২৭৩-এর ম্যাজিক ফিগার ধরে রাখতে পেড়েছে।

.