১৪টি রাজনৈতিক দলের জোটের বৈঠকে ঠিক হল ইস্যু
ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট রাখার দাবির সঙ্গেই সাধারণ মানুষের নানা সমস্যা। এসব নিয়ে সংসদে সরব হবে ১৪টি রাজনৈতিক দল। লোকসভা ভোটের প্রচারে এই বিষয়গুলিকেই ইস্যু করা হবে। দিল্লিতে অ-কংগ্রেস অ-বিজেপি দলগুলির বৈঠক শেষে এ কথা জানালেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি।
ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো অটুট রাখার দাবির সঙ্গেই সাধারণ মানুষের নানা সমস্যা। এসব নিয়ে সংসদে সরব হবে ১৪টি রাজনৈতিক দল। লোকসভা ভোটের প্রচারে এই বিষয়গুলিকেই ইস্যু করা হবে। দিল্লিতে অ-কংগ্রেস অ-বিজেপি দলগুলির বৈঠক শেষে এ কথা জানালেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি।
বামেদের নেতৃত্বে আজ সংসদ ভবনে বৈঠকে বসে বিভিন্ন অ-কংগ্রেস, অ-বিজেপি দল। চার বাম দলের সঙ্গে বৈঠকে ছিল জেডিইউ। ছিল সমাজবাদী পার্টি, বিজেডি, এডিএমকে, জেডিএস, অসম গণ-পরিষদ। নয়ই ফেব্রুয়ারি ফের বৈঠকে বসবে তারা। বামেদের নেতৃত্বে আপাতত ১৪টি দল অ-কংগ্রেস অ-বিজেপি জোট নিয়ে আলোচনা চালাচ্ছে। বিকল্প নীতি ও লোকসভা ভোটের রণকৌশল ঠিক করা নিয়ে চলছে কথাবার্তা।
ছবি পিটিআই