নীতীশের শারীরিক অসুস্থতার মেডিকেল রিপোর্ট দাবি করলেন তেজস্বী

লালু পুত্র তেজস্বী টুইটে জানান, গত সাত দিন ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর জানানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসার দাবি তোলেন তেজস্বী

Updated By: Sep 8, 2018, 05:17 PM IST
নীতীশের শারীরিক অসুস্থতার মেডিকেল রিপোর্ট দাবি করলেন তেজস্বী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহ ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যার জেরে সরকারের বেশ কয়েকটি কর্মসূচিও বাতিল করা হয়েছে। জনতা দল ইউনাইটেড সুপ্রিমোর এখন কেমন রয়েছেন, সে খবর জানা নেই কারওর। এমনকি এ বিষয়ে তথ্য নেই বিরোধী দল জেডিউ-র অন্দরেও। সে কারণেই কটাক্ষ সুরে নীতীশ কুমারের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি জানালেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

আরও পড়ুন- ভিড়ে মিশে থেকেই চমক জম্মু ও কাশ্মীর পুলিসের, কাবু ৪ পাথর নিক্ষেপকারী

লালু পুত্র তেজস্বী টুইটে জানান, গত সাত দিন ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর জানানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসার দাবি তোলেন তেজস্বী। আসলে এমন দাবি তুলে নীতীশের উপর তেজস্বী রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছেন বলে মনে করছে আরজেডির শিবির।

আরও পড়ুন- ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা, মাথা বাঁচাতে হেলমেট পরেই রোগী দেখছেন ডাক্তাররা

কিছু দিন আগেই বিহারের আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং ডেপুটি মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীর পদত্যাগ দাবি করেন তেজস্বী। মুজফফরপুরে হোমে শ্লীলতাহানীকাণ্ডে বিপাকে নীতীশ সরকার। সুপ্রিম কোর্টের ভর্তসনার মুখে পড়তে হয় তাঁর সরকারকে। এরপরই রাজনৈতিক ফায়দা তুলতে কোমর বেঁধে নেমে পড়েন আরজেডির নেতারা। 

.