ছাগল নয়, কেক কেটে ঈদ পালনে মাতছে আরএসএস-এর মুসলিম মঞ্চ

আজ লক্ষ্ণৌতে বখরি ঈদে কোনও পশু বলি দেওয়ার বদলে কেক দিয়ে তৈরি পাঁচ কেজি ওজনের ছাগল আকৃতির একটা কেক কাটবে আরএসএস সমর্থিত মুসলিম সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, বলে জানা গেছে 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদনে। আর এই সিদ্ধান্তেই সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে জোর বিতর্ক।

Updated By: Sep 13, 2016, 10:25 PM IST
ছাগল নয়, কেক কেটে ঈদ পালনে মাতছে আরএসএস-এর মুসলিম মঞ্চ

ওয়েব ডেস্ক: আজ লক্ষ্ণৌতে বখরি ঈদের দিন কোনও পশু বলি দেওয়ার বদলে কেক দিয়ে তৈরি পাঁচ কেজি ওজনের ছাগল আকৃতির একটা কেক কাটবে আরএসএস সমর্থিত মুসলিম সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, বলে জানা গেছে 'দি ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর প্রতিবেদনে। আর এই সিদ্ধান্তেই সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে জোর বিতর্ক।

আরও পড়ুন- ঈদের কাশ্মীরে 'কার্ফুর নিস্তব্ধতা'

জানা যাচ্ছে, পশু বলির বিরুদ্ধে এই 'ইকো ফ্রেন্ডলি' পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চকে 'অনুপ্রেরণা' জুগিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। 'মঞ্চে'র সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন যে আজ তাঁরা কেউই বাড়িতে বিরিয়ানি রাঁধবেন না। বরং তাঁরা আজ সিমাই ও দই বড়া জাতীয় খাবার খাবেন। স্বেচ্ছাসেবীরা অনেকেই মনে করেন পশু বলি দেওয়ার রেওয়াজ মোটেই পরিবেশ বান্ধব নয়, তাই তারা এই পথ বেছে নিয়েছেন। তবে, 'ধর্মীয় ঐতিহ্যে হস্তক্ষেপ' নিয়ে ইতিমধ্যেই আওয়াজ উঠেছে দেশের বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন- আজ পবিত্র ইদুজ্জোহা

.