তথ্য-আইন বিতর্কে জল ঢাললেন খুরশিদ

তথ্যের অধিকার আইন নিয়ে প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা শুরু করল কংগ্রেস। রবিবার মিডিয়ার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আরটিআই আইন পুনর্মূল্যায়নের কোনও অভিপ্রায় নেই ইউপিএ সরকারের।

Updated By: Oct 16, 2011, 05:18 PM IST

তথ্যের অধিকার আইন নিয়ে প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা শুরু করল কংগ্রেস। রবিবার মিডিয়ার মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আরটিআই আইন পুনর্মূল্যায়নের কোনও অভিপ্রায় নেই ইউপিএ সরকারের।
গত শনিবার তথ্যের অধিকার আইনের নতুন করে মূল্যায়ন  জরুরি বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি বলেন, তথ্যের অধিকার আইন নাগরিকদের কাছে শক্তিশালী হাতিয়ার। কিন্তু তা যেন সরকার পরিচালনার কাজে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন। তথ্যের অধিকার আইনের মাধ্যমে একের পর এক কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তিতে কেন্দ্র। তথ্যের অধিকার আইনকে হাতিয়ার করেই টু জি কাণ্ডে অর্থমন্ত্রকের নোট ফাঁস হয়েছিল। যার জেরে সরকারের শীর্ষস্তরেই দুই মন্ত্রীর মধ্যে বিরোধ দানা বেঁধেছিল। ফলে আরটিআই আইন নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য তৈরি হয়। বিজেপির তরফে তথ্যের অধিকার আইন নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি, জানান হয় কেন্দ্রীয় সরকারের কাছে। এদিন সলমন খুরশিদের বক্তব্যে পরিষ্কার, বিষয়টি নিয়ে নতুন করে জলঘোলা করতে চায় না কংগ্রেস।

.