সাভারকরের ছবি টাঙিয়ে বিতর্কে যোগী-সরকার

সাভারকরের ছবি নিয়ে উদযাপন প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি অপমানজনক, মত বিরোধীদের।

Edited By: সৌমিত্র সেন | Updated By: Jan 21, 2021, 01:10 PM IST
সাভারকরের ছবি টাঙিয়ে বিতর্কে যোগী-সরকার

নিজস্ব প্রতিবেদন: সাভারকর-বিতর্ক পিছু ছাড়ছে না বিজেপি'র। এবার সাভারকরের ছবি নিয়ে বিতর্ক দানা বাঁধল খোদ উত্তর প্রদেশে। 

উত্তরপ্রদেশ বিধানসভার উচ্চকক্ষের (State Legislative Council) গ্যালারিতে বিনায়ক দামোদর সাভারকরের (Hindu Mahasabha leader Vinayak Damodar Savarkar) ছবি টাঙানো নিয়ে সমালোচনার মুখে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)সরকার। 

মঙ্গলবার নিজের হাতে বিধান পরিষদের কক্ষে ছবিটির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Chief Minister Yogi Adityanath)। সাভারকরকে 'মহান স্বাধীনতা সংগ্রামী', 'ভারতবাসীর অনুপ্রেরণা' বলে উল্লেখ করেন তিনি। কিন্তু মহাত্মা গাঁধীর (mahatma gandhi) হত্যা-ষড়যন্ত্রে অভিযুক্ত সাভারকরের ছবি কেন বিধান পরিষদে, তা নিয়ে প্রশ্ন উঠছেই।

ছবিটি অবিলম্বে সরানোর দাবি নিয়ে ইতিমধ্যেই উত্তর প্রদেশের বিধান পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে কংগ্রেস। চিঠিতে লেখা হয়েছে,'নৃশংস অত্যাচার সহ্য করেও ব্রিটিশদের সামনে মাথা নত করেননি যেসব মহান স্বাধীনতা সংগ্রামী, তাঁদের সঙ্গে একসারিতে সাভারকরের ছবি টাঙিয়ে তাঁদের সংগ্রামকেই খাটো করা হয়েছে'।

Also Read: ভারতের সঙ্গে তাঁর নাড়ির টান, কমলা হ্যারিসকে শুভেচ্ছা বার্তা মোদীর

.