নূপুর তলোয়ারের গ্রেফতারিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আরুষি হত্যা মামলায় আপাতত নূপুর তলোয়ারকে আপাতত নিষ্কৃতি দিল শীর্ষ আদালত। গাজিয়াবাদ আদালতের জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর তলোয়ার। এদিন এদিন বিচারপতি স্বতন্তর কুমার এবং এ কে পট্টনায়কের বেঞ্চ নূপুরের আইনজীবী মুকুল রোহটাগির আবেদন মেনে তাঁকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছে সিবিআই`কে।
Updated By: Apr 13, 2012, 04:22 PM IST