কেন্দ্রের আর্জি মেনে জাল্লিকাট্টু মামলায় রায় পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট
জাল্লিকাট্টু মামলায় রায় পিছিয়ে গেল। কেন্দ্রের আর্জি মেনে রায় পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। শিগগিরই এই সমস্যার একটি আইনি সমাধান বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
ওয়েব ডেস্ক : জাল্লিকাট্টু মামলায় রায় পিছিয়ে গেল। কেন্দ্রের আর্জি মেনে রায় পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। শিগগিরই এই সমস্যার একটি আইনি সমাধান বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
অন্যদিকে তামিলনাড়ু সরকার জানিয়েছে দুই এক দিনের মধ্যেই এই সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে আসবে তারা। অধ্যাদেশের খসড়া ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকে জমা দেওয়া হয়েছে। সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জাল্লিকাট্টুর সমর্থনে তামিলভূমে বিক্ষোভ অবরোধ অব্যাহত। অশান্তির আশঙ্কায় আটক করা হয়েছে DMK নেতা করুণানিধি-পুত্র M স্টালিনকে।
আরও পড়ুন, জাল্লিকাট্টু নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি; প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী