শেয়ার বাজারে 'অচ্ছে দিন'

বুধবারের পর বৃহস্পতিবারও নয়া রেকর্ড শেয়ারবাজারে। ৩৫,৫০০ অঙ্ক ছাড়াল সেনসেক্স। সর্বকালীন রেকর্ড নিফটির।  

Updated By: Jan 18, 2018, 04:29 PM IST
শেয়ার বাজারে 'অচ্ছে দিন'

নিজস্ব প্রতিবেদন: প্রতিদিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে ভারতীয় শেয়ার বাজার। শীতের মরসুমে ক্রমশ চড়ছে সেনসেক্স-নিফটির পারদ। বুধবারই প্রথমবার ৩৫ হাজারের ঘর পার করেছিল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স। বৃহস্পতিবার তা পৌঁছল ৩৫, ৫০৭ অঙ্কে। অন্যদিকে নিফটি ১০,৮৭৭.৫০ পয়েন্টে পৌঁছে নয়া রেকর্ড গড়ল।
   

বুধবারের রেশ বৃহস্পতিবারও। সকাল থেকেই উঠতে থাকে বাজার। সেনসেক্স ও নিফটি সর্বকালীন রেকর্ডও গড়ে ফেলল। তবে সেই স্তর ধরে রাখতে পারেনি বাজার। উপরের স্তরে শেয়ার বিক্রি শুরু হতে পড়ে যায় বাজার। দিনের শেষে ১৭৮.৪৭ অঙ্ক উঠে ৩৫,২০৬.২৯ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স। পাশাপাশি, নিফটি ২৮.৪৫ পয়েন্ট উঠে থিতু হয়েছে। 

         আরও পড়ুন- বাজেটে ৫ লক্ষের 'মোদীকেয়ার' ঘোষণা করবেন জেটলি?

বাজেটের আগে প্রতিবছরই তেজি থাকে শেয়ার বাজার। বৃহস্পতিবার জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। বৈঠকে জিএসটি জমা দেওয়ার প্রক্রিয়া সরল করা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী আর্থিক বিশেষজ্ঞরা।   

 

.