ভেঙে পড়ল শেয়ার বাজার, কিছুক্ষণের জন্য বন্ধ লেনদেন

সপ্তাহের প্রথম দিন শেয়ার মার্কেট কার্যত লকডাউন। বাজারে নামল ব্যাপক ধস। বাজার খুলতেই প্রায় ২৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Updated By: Mar 23, 2020, 11:03 AM IST
ভেঙে পড়ল শেয়ার বাজার, কিছুক্ষণের জন্য বন্ধ লেনদেন
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: চলতি মাসে এ নিয়ে দু’বার। বাজার এতটাই মুখ থুবড়ে পড়ল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল লেনদেন। সেনসেক্স ১০ শতাংশ পড়ে দাঁড়িয়েছে ২৬,৯৯২৪ সূচকে। ২০১৬ সালে ডিসেম্বরে শেষ ২৬ হাজারের নীচে দেখা গিয়েছিল সেনসেক্সকে। ৯.৬৩ শতাংশ পড়ে ৭,৯০০ সূচকে দাঁড়িয়ে নিফটিও।

সপ্তাহের প্রথম দিন শেয়ার মার্কেট কার্যত লকডাউন। বাজারে নামল ব্যাপক ধস। বাজার খুলতেই প্রায় ২৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স। নিফটি ৬০০-র বেশি পড়ে ৭ হাজার সূচকে নেমে আসে। উল্লেখযোগ্য ভাবে এদিন টাকার পতন হল রেকর্ড পরিমাণে। ডলার নিরিখে টাকার দাম ৭৫.৬৯ টাকা।

আরও পড়ুন- রাজ্যের সীমান্ত সিল, সোমবার সকাল থেকেই লকডাউন দিল্লিতে

রবিবার জনতা কার্ফু দিনে কেন্দ্র এবং সব রাজ্য সরকারের তরফে লকডাউনের ঘোষণা করা হয়। ৮০টির বেশি মেট্রো শহরকে ‘কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। পরিস্থিতি খারাপ দিকে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ লকডাউনের ইঙ্গিতও দিয়েছেন। বিশ্বজুড়ে করোনা আতঙ্কে সব দেশের শেয়ার সূচকেরও একই হাল। এশিয়া বাজারে জাপানের নিকি (১.৭৮+) ছাড়া বাকি সব সূচকের নজিরবিহীন ধস নেমেছে। সিঙ্গাপুরের সূচক স্ট্রেটস টাইমস সূচকের ব্যাপক পতন হয়। হ্যাংসেং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচকও অধোগামী।

এ দিন নিফটি এবং সেনসেক্স সূচকের সব সেক্টর রক্তাক্ত। ব্যাঙ্ক ৭.৪২ শতাংশ, অটো ৮.৩৭ শতাংশ, এনার্জি ৭.৪৩ শতাংশ, আইটি ৬.৮ শতাংশ পতন হয়েছে।

.