কন্যা ভ্রুণ হত্যা রুখতে, বাধ্যতামূলক লিঙ্গ নির্ধারণ পরীক্ষা!

বাধ্যতামূলক করা হোক লিঙ্গ নির্ধারণ পরীক্ষা। কন্যা ভ্রুণ হত্যা রুখতে এমনই দাওয়াই কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মানেকা গান্ধীর। তাঁর মতে সব অন্তঃসত্ত্বা মহিলার ভ্রুণের লিঙ্গ নথিভুক্ত করতে হবে। তবেই জানা যাবে, কন্যা ভ্রুণকে হত্যা করা হচ্ছে কিনা। গতকাল জয়পুরে প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির একটি অনুষ্ঠান ছিল। সেখানেই এই মন্তব্য করেন মানেকা গান্ধী। উনিশশো চুরানব্বই সাল থেকে এদেশে নিষিদ্ধ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা। যদিও, আজ মানেকার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে বিবৃতি দিয়ে দাবি নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের। বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটে আলোচনার জন্য এবিষয়ে তিনি কোনও সুপারিশ করেননি। শিশু কন্যা জন্মানোর হার যাতে না কমে তা নিয়েই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে দাবি তাঁর।

Updated By: Feb 2, 2016, 11:16 PM IST
কন্যা ভ্রুণ হত্যা রুখতে, বাধ্যতামূলক লিঙ্গ নির্ধারণ পরীক্ষা!

ওয়েব দেস্ক: বাধ্যতামূলক করা হোক লিঙ্গ নির্ধারণ পরীক্ষা। কন্যা ভ্রুণ হত্যা রুখতে এমনই দাওয়াই কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী মানেকা গান্ধীর। তাঁর মতে সব অন্তঃসত্ত্বা মহিলার ভ্রুণের লিঙ্গ নথিভুক্ত করতে হবে। তবেই জানা যাবে, কন্যা ভ্রুণকে হত্যা করা হচ্ছে কিনা। গতকাল জয়পুরে প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির একটি অনুষ্ঠান ছিল। সেখানেই এই মন্তব্য করেন মানেকা গান্ধী। উনিশশো চুরানব্বই সাল থেকে এদেশে নিষিদ্ধ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা। যদিও, আজ মানেকার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে বিবৃতি দিয়ে দাবি নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের। বিবৃতিতে বলা হয়েছে, ক্যাবিনেটে আলোচনার জন্য এবিষয়ে তিনি কোনও সুপারিশ করেননি। শিশু কন্যা জন্মানোর হার যাতে না কমে তা নিয়েই মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে বলে দাবি তাঁর।

 

.