উদ্ধবকে লেখা রাজ্যপালের চিঠির ভাষা অশালীন, মোদীর কাছে নালিশ ঠুকলেন শরদ পাওয়ার
প্রধানমন্ত্রীকে শরদ পাওয়ার প্রধানমন্ত্রীকে লিখেছেন, রাজ্যপাল যে ভাষায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তা কোনও রাজনৈতিক দলের নেতার ভাষা
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে মন্দির-সহ অন্যান্য ধর্মস্থান খোলা নিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠির বিষয়টি গড়াল প্রধানমন্ত্রী পর্যন্ত। রাজ্যপাল বি এস কোশিয়ারির চিঠির ভাষা অশালীন বলে প্রধানমন্ত্রী কাছে নালিশ করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
আরও পড়ুন-আপনি করোনা ছড়াচ্ছেন! প্লিজ, একটু কম গান করুন!
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে কী লিখেছিলেন রাজ্যপাল? কোশিয়ারী লেখেন, 'আপনি বরবারই হিন্দুত্বের প্রবল সমর্থক। শ্রীরামের প্রতি প্রকাশ্যে আপনি আপনার ভক্তি প্রকাশ করেছেন। আপনি কি কোনও দৈব আদেশ পেয়ে বারবার মন্দির খোলার বিষয়টি পিছিয়ে দিচ্ছেন? নাকি, হঠাত্ সেকুলার হয়ে গেলেন?'
It was brought to my notice through the media, a letter written by the Hon. Governor of Maharashtra to the @CMOMaharashtra
In this letter the Hon. Governor has sought the intervention of the Chief Minister to open up religious places for the public. pic.twitter.com/1he2VOatx3
— Sharad Pawar (@PawarSpeaks) October 13, 2020
মহারাষ্ট্রের রাজ্যপাল আরও লিখেছেন, 'অদ্ভূত ব্যাপার, রাজ্য সরকার বার-রেস্টুরেন্ট খুলেছে কিন্তু দেবদেবীদের তালাবন্ধই রেখে দিয়েছে। কোনও যুক্তিতে! দিল্লিতে অনেক আগেই ধর্মীয় স্থান খুলে গিয়েছে। সেখানে তো করোনা সংক্রমণ বাড়েনি!'
রাজ্যপালের ওই চিঠি পেয়ে বেজায় চটেছেন উদ্ধব ঠাকরে। পাল্টা তিনি লিখেছেন, ''আপনার কাছ থেকে হিন্দুত্বের কোনও সার্টিফিকেট চাই না।'
প্রধানমন্ত্রীকে শরদ পাওয়ার প্রধানমন্ত্রীকে লিখেছেন, সংবিধানের প্রস্তাবনাতেই ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে। ফলে সেই আদর্শ মুখ্যমন্ত্রীকে তুলে ধরতে হবে। দুর্ভাগ্যক্রমে রাজ্যপাল যে ভাষায় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তা কোনও রাজনৈতিক দলের নেতার ভাষা।
আরও পড়ুন-বাইপ্যাপে এ সামান্য উন্নতি, সৌমিত্রর অবস্থা এখনও সঙ্কটজনক হলেও স্থিতিশীল
চিঠির বিষয় নিয়ে শরদ পাওয়ার সংবাদমাধ্যমে বলেন, আমি নিশ্চিত প্রধানমন্ত্রীও চিঠির ভাষা লক্ষ্য করেছেন। রাজ্যের এতবড় পদে যিনি রয়েছেন তাঁর এই ভাষা তার পদের সঙ্গে খাপ খায় না।