শীলা দীক্ষিতের সরকারি বাসভবনে ছিল ৩১টি এয়ার কন্ডিশনার

দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন প্রাচুর্যের মধ্যে দিন কাটাতেন শীলা দীক্ষিত। বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন রাইট টু ইনফরমেশন অ্যাকটিভিস্ট সুভাষ চন্দ্র আগরওয়াল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শীলার সরকারি বাসভবনে ছিল ৩১টি এয়ার কন্ডিশনার, ১৫টি কুলার ও ২৫টি হিটার।

Updated By: Jul 4, 2014, 04:19 PM IST

দিল্লির মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন প্রাচুর্যের মধ্যে দিন কাটাতেন শীলা দীক্ষিত। বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন রাইট টু ইনফরমেশন অ্যাকটিভিস্ট সুভাষ চন্দ্র আগরওয়াল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী শীলার সরকারি বাসভবনে ছিল ৩১টি এয়ার কন্ডিশনার, ১৫টি কুলার ও ২৫টি হিটার।

আগরওয়াল বলেন, গোটা দেশ যখন বিদ্যুত্‍ সংকটে ভুগছিল তখন এইভাবে বিদ্যুতের অপচয় করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। এরকম তথ্য পাওয়া গেছে অন্যান্য কমিশনের উচ্চপদস্থ আধিকারিকদের ব্যাপারেও। এমনকী, টেলিকম ডিসপিউট সেটলমেন্ট অ্যাপেলেট ট্রাইবুনালের বিরুদ্ধেও উঠেছে অকারণ বিদ্যুত্‍ অপচয়ের অভিযোগ।

সরকারি বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিদ্যুত্‍ অপচয়ের খবরে বেকায়াদায় কংগ্রেস।

.