রামদেবের সঙ্গে পাল্লা দিয়ে যোগ ব্যায়াম শিল্পা শেঠির ( দেখুন ভিডিও)

| Updated By: Jan 21, 2016, 03:39 PM IST

 

Add Zee News as a Preferred Source

 

ওয়েব ডেস্ক: বাবা রামদেবের তিনি বড় ভক্ত। সেই শিষ্য শিল্পা শেঠি পাল্লা দিলেন গুরু রামদেবকেও। বাবা রামদেবের যোগা ক্যাম্পে কসরত করেন শিল্পা। গতকাল একই মঞ্চে যোগ ব্যায়াম করলেন শিল্পা এবং রামদেব। ভক্তদের জন্য সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বলিউডের ধড়কন গার্ল।

স্বাস্থ্যকর জীবন যাপন বিষয়ক ‘দ্যা গ্রেট ইন্ডিয়ান ডায়েট’ বইয়ে শিল্পা বিশেষভাবে যোগগুরু রামদেবের কথা উল্লেখ করেন। ইনসটাগ্রামে দুজনের যোগ ব্যায়ামের ছবি প্রকাশ করে বেজায় খুশি শিল্পা।

তবে রামদেবের সঙ্গে ছবি শেয়ার করার পরই ওয়েব মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েন শিল্পা। শিল্পাকে উদ্দেশ করে তাঁর এক ভক্ত লিখেছে, 'সব কিছু ছেড়ে রামদেবের সঙ্গে এখন এসবই কর।' আরেক ভক্ত মনে করেন, 'বাবা রামদেব এবং শিল্পার এই ছবিগুলো কয়েকদিন টুইটারে হাস্যরস জোগাবে।'

About the Author
.