Greater Noida Student Murder: প্রেমে জ্বালা! বিশ্ববিদ্যালয় ক্যামপাসেই তরুণী সহপাঠীকে গুলি করে আত্মঘাতী ছাত্র...

পুলিসের দাবি, দু'জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। মৃত ছাত্রীর বাড়ি কানপুরে। অন্যদিকে ছাত্রের পরিবার আমরোহাতে থাকেন। দু'জনের পরিবারকে ইতমধ্যেই খবর দিয়েছে দাদরি থানার পুলিস।   

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: May 18, 2023, 06:30 PM IST
Greater Noida Student Murder: প্রেমে জ্বালা! বিশ্ববিদ্যালয় ক্যামপাসেই তরুণী সহপাঠীকে গুলি করে আত্মঘাতী ছাত্র...
জোড়া খুন নিয়ে উত্তাল গ্রেটার নয়ডা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোড়া খুনের (Greater Noida Murder) ঘটনায় বৃহস্পতিবার অর্থাৎ ১৮ মে উত্তাল হয়ে উঠল গ্রেটার নয়ডা (Greater Noida)। দাদরি থানা এলাকার শিব নাদার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (Shiv Nadar University) এই নারকীয় ঘটনা ঘটেছে। পুলিসের দাবি, বিশ্ববিদ্যালয়ের একই ক্লাসের দুই ছাত্র-ছাত্রী প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। তবে তাদের সম্পর্কে জটিলতা তৈরি হওয়ার পর, প্রেমিক একটি বন্দুক জোগাড় করে প্রেমিকাকে গুলি করে দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যান সেই ছাত্রী। এরপর নিজের মাথাতেও গুলি করেন সেই ছাত্র। 

এই ঘটনা জানাজানি হতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুটে আসে দাদরি থানা এলাকার বিশাল পুলিসবাহিনী। দু'জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইতমধ্যেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিসের সঙ্গে ঘটনাস্থল পরীক্ষা করে দেখছেন হোমিসাইড বাহিনী। তদন্ত শুরু করেছে পুলিস। 

পুলিসের দাবি, দু'জনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। মৃত ছাত্রীর বাড়ি কানপুরে। অন্যদিকে ছাত্রের পরিবার আমরোহাতে থাকেন। দু'জনের পরিবারকে ইতমধ্যেই খবর দিয়েছে দাদরি থানার পুলিস। 

আরও পড়ুন: Karnataka CM Announcement: অবশেষে অচলাবস্থা কাটল কর্নাটকে! মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ডেপুটি শিবকুমার

আরও পড়ুন: Jallikattu: জাল্লিকাট্টু বৈধ, রায়ে কী জানাল সুপ্রিম কোর্ট?

জোড়া খুনে তদন্ত করতে গিয়ে নয়ডা পুলিসের অতিরিক্ত পুলিস সুপার সাদ মিয়াঁ খান বলেছেন, "শিব নাদার বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করছিল দুই মৃত। এরমধ্যে মৃত লোকেশ সিং সমাজবিদ্যা নিয়ে পড়াশুনো করত। এদিন বেলা গড়ালে অনুজ লোকেশ সিং তার প্রেমিকার ঘরে যায়। সেখানে যাওয়ার পর দু'জন ডাইনিং রুমে কিছুক্ষণ কথা বলে। এরপর মেয়েটিকে বুকে জড়ানোর পর অনুজ লোকেশ সিং তার প্রেমিকাকে লক্ষ্য করে গুলি করে দেয়। প্রেমিকাকে রক্তাক্ত অবস্থায় দেখে অনুজ লোকেশ সিং নিজের ঘরে ফিরে মাথায় গুলি করে। এবং ঘটনাস্থলেই মারা যায়।"  

কিন্তু কেন এমন ঘটনা ঘটল? পুলিসের আরও দাবি, দু'জনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও গত কয়েক মাস ওদের মতবিরোধ চরমে ওঠে। তাই পুলিসের ধারণা প্রেমের সম্পর্কে ভাঙন ধরার জন্যই বেঘোরে দু'জনের প্রাণ গেল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.