'একা মহাজোটে রক্ষে নেই, দোসর শিবসেনা', উত্তরপ্রদেশে বিজেপির শঙ্কা বাড়াল শরিক

'চলো অযোধ্য, চলো বারাণসী', স্লোগানে শিবসেনার পোস্টার পড়ল মুম্বইয়ে। 

Updated By: Jul 26, 2018, 04:23 PM IST
'একা মহাজোটে রক্ষে নেই, দোসর শিবসেনা', উত্তরপ্রদেশে বিজেপির শঙ্কা বাড়াল শরিক

নিজস্ব প্রতিবেদন: একে রামে রক্ষে নেই, দোসর সুগ্রীব! শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের উত্তরপ্রদেশ সফর নিয়ে এমন প্রবাদই ঘোরাফেরা করছে দিল্লির রাজনীতির অলিন্দে। বুধবার উত্তরপ্রদেশ সফরের ইঙ্গিত দিয়েছিলেন উদ্ধব। তার পরের দিন অর্থাত্ বৃহস্পতিবার 'চলো অযোধ্য, চলো বারাণসী' কর্মসূচির ঘোষণা করলেন উদ্ধবের আস্থাভাজন এক শিবসেনা নেতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে সপা-বসপা-কংগ্রেসের মহাজোটের সঙ্গে শিবসেনাও কি প্রতিপক্ষ হতে চলেছে বিজেপির?   

 বিশাল পোস্টারটি টাঙিয়েছেন উদ্ধব-ঘনিষ্ঠ মিলিন্দ নারভেকর। ওই পোস্টারের স্লোগান 'চলো অযোধ্য, চলো বারাণসী'। পোস্টারে রয়েছে তির ধনুক হাতে রাম, বাল ঠাকরে ও উদ্ধবের ছবি। বুধবার উদ্ধব ঠাকরে ঘোষণা করেন, ''আমি বারাণসী ও কাশীতে গিয়ে গঙ্গা আরতিতে অংশ নেব। দেখব গঙ্গা কতটা স্বচ্ছ হয়েছে। অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করব।'' ২০১৯ সালের লোকসভা ভোটে রাম মন্দির ইস্যুতে ফের বিজেপি ধুঁয়ো তুলতে পারে বলে মত উদ্ধবের। তাঁর কথায়, ''শীঘ্রই রাম মন্দির নির্মাণ শুরু হবে বলে দাবি করছে বিজেপি। তবে কবে হবে কেউ জানে না। রাম মন্দির নির্মাণের কার্ড ফের খেলবে তারা।'' 

শিবসেনা নেতার পোস্টারকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ দলের মুখপাত্র সঞ্জয় রাউত। কিন্তু রাজনীতিতে সব ঘটনার পিছনেই থাকে কারণ। উদ্ধবের এই কর্মসূচির নেপথ্যেও রাজনৈতিক অভিসন্ধি দেখছে অভিজ্ঞ মহল। অনেকের মতে, মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে সভা করে বিজেপিকে চাপে ফেলার কৌশল নিয়েছেন উদ্ধব ঠাকরে। উত্তরপ্রদেশে এমনিতেই গেরুয়া শিবিরকে রুখতে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস জোট করতে চলেছে বলে নিশ্চিত বিজেপি। সেক্ষেত্রে হিন্দু ভোট নিজেদের আনতে চাইছেন মোদী-শাহ। সেই ছকেই আঘাত হানতে পারে শিবসেনা। রাজনৈতিক মহলের মতে, শিবসেনা ও বিজেপির 'টার্গেট ভোটার' একই। সেই প্রেক্ষাপটে বিজেপির 'হিন্দু ভোট' শিবসেনা কেড়ে নিলে পোয়াবারো মহাজোটের।      

প্রসঙ্গত, কেন্দ্রে ও মহারাষ্ট্রে  একসঙ্গে সরকার চালালেও দুই দলের সম্পর্ক 'মধুর'। সম্প্রতি মুম্বইয়ের মাতোশ্রীতে বন্ধঘরে উদ্ধবের সঙ্গে অমিত শাহ বৈঠক করলেও রফাসূত্র মেলেনি। অমিতের অনুরোধ সত্ত্বেও গত সপ্তাহে লোকসভায় অনাস্থা ভোটের আগে অধিবেশনকক্ষ ত্যাগ করে শিবসেনা। 

আরও পড়ুন- আমাকে দেখলেই দু'কদম পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা, দাবি রাহুলের

 

  

.