ওড়িষার রৌরকেল্লা থেকে গ্রেফতার জেল পালানো চার সিমিজঙ্গি

ওড়িষার রৌরকেল্লা থেকে গ্রেফতার জেল পালানো চার সিমিজঙ্গি। দুহাজার তেরো সালে মধ্যপ্রদেশের জেল থেকে ফেরার হয়ে যায় এই চারজন।  কাল সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় ওড়িশা স্পেশাল অপারেশন গ্রুপ এবং তেলেঙ্গানা পুলিস। গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় চারজনকেই। উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্রও । অন্যদিকে ফেরার জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে একজনের মাকেও গ্রেফতার করেছে পুলিস। ধৃত জঙ্গিরা ছত্তিশগড়ের চম্পায় ব্যাঙ্ক লুঠের ছক কষছিল বলেও জেরায় জানতে পেরেছে পুলিস।  গত দুতিন মাস ধরেই তাঁদের ওপর পুলিসের নজর ছিল বলেও জানিয়েছেন ডিসিপি কেবি সিং। । ধৃতদের বিরুদ্ধে পাঁচ রাজ্যে সন্ত্রাসবাদী কাজ চালানোর অভিযোগ রয়েছে।

Updated By: Feb 18, 2016, 08:56 AM IST
 ওড়িষার রৌরকেল্লা থেকে গ্রেফতার জেল পালানো চার সিমিজঙ্গি

ওয়েব ডেস্ক: ওড়িষার রৌরকেল্লা থেকে গ্রেফতার জেল পালানো চার সিমিজঙ্গি। দুহাজার তেরো সালে মধ্যপ্রদেশের জেল থেকে ফেরার হয়ে যায় এই চারজন।  কাল সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালায় ওড়িশা স্পেশাল অপারেশন গ্রুপ এবং তেলেঙ্গানা পুলিস। গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় চারজনকেই। উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্রও । অন্যদিকে ফেরার জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে একজনের মাকেও গ্রেফতার করেছে পুলিস। ধৃত জঙ্গিরা ছত্তিশগড়ের চম্পায় ব্যাঙ্ক লুঠের ছক কষছিল বলেও জেরায় জানতে পেরেছে পুলিস।  গত দুতিন মাস ধরেই তাঁদের ওপর পুলিসের নজর ছিল বলেও জানিয়েছেন ডিসিপি কেবি সিং। । ধৃতদের বিরুদ্ধে পাঁচ রাজ্যে সন্ত্রাসবাদী কাজ চালানোর অভিযোগ রয়েছে।

 

.