নারীর জন্য নয়, নারীর নেতৃত্বে উন্নয়ন, হাথরসে 'নীরব' স্মৃতির মুখে নমোস্তুতি

নারীর ক্ষমতায়নে মোদী সরকারের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন স্মৃতি ইরানি।

Updated By: Oct 2, 2020, 04:01 PM IST
নারীর জন্য নয়, নারীর নেতৃত্বে উন্নয়ন, হাথরসে 'নীরব' স্মৃতির মুখে নমোস্তুতি

নিজস্ব প্রতিবেদন: হাথরসকাণ্ডে উত্তাল গোটা দেশ। এর মধ্যেই রাষ্ট্রসঙ্ঘের মহিলাদের নিয়ে সভায় কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি দাবি করলেন, লিঙ্গ সাম্য় ও নারী ক্ষমতায়নকে মাথায় রেখে ভারতে উন্নয়ন কর্মকাণ্ডের পরিকল্পনা করছে মোদী সরকার। 

রাষ্ট্রসঙ্ঘের সভায় এদিন তিনি বলেন,''বিশ্বে অর্ধেক শক্তি নারী। সমাজের সব ক্ষেত্রেই তাঁদের অবদান। রাজনীতি এবং অর্থনীতিতেও ভূমিকা রয়েছে মহিলাদের।'' হাথরসে দলিত কিশোরীর উপরে নির্যাতনের ঘটনায় দেশে নারীসুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে যোগী আদিত্যনাথের প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এমন প্রেক্ষাপটেই মহিলাদের অধিকার নিয়ে মোদীর সরকারের দৃষ্টিভঙ্গি বিশ্বমঞ্চে তুলে ধরলেন স্মৃতি ইরানি। তাঁর কথায়,''ভারতে সমস্ত ধরনের ধরনের উন্নয়ন প্রকল্পের কেন্দ্রে থাকে লিঙ্গ সাম্য ও মহিলাদের ক্ষমতায়নের ভাবনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে নারী জন্য উন্নয়ন থেকে ভারত এগিয়ে গিয়েছে নারীর নেতৃত্বাধীন উন্নয়নে।''

নারীর ক্ষমতায়নে মোদী সরকারের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন স্মৃতি ইরানি। বলেন,''ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে আনা হয়েছে ২০ কোটি মহিলাকে। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিমা, ঋণ ও সামাজিক প্রকল্পে পুরুষের সমান সুযোগ পাচ্ছেন মহিলারা। স্থানীয় প্রশাসনে মহিলারা সংরক্ষণ পাচ্ছেন। তার ফলে নেতৃত্ব দিচ্ছেন ১৩ লক্ষ মহিলা প্রতিনিধি।''                      

ভারতে লিঙ্গ বৈষম্য দূর করতে সরকার কড়া আইন এনেছে বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন,''গত ৬ বছরে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন ও শিশুদের যৌন নিগ্রহের মতো অপরাধে আইনে সংশোধন করে আরও কঠিন করা হয়েছে।''

স্মৃতি ইরানির এহেন দাবির পরই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। তাঁদের কটাক্ষ, কেরলে হাতিমৃত্যু নিয়ে সরব হয়েছিলেন বিজেপি নেত্রীরা। কিন্তু হাথরসের বেলায় নীরব। কেউ কেউ বলছেন, মহিলা মন্ত্রী হয়ে নির্যাতিতার পাশে নেই স্মৃতি ইরানি, নির্মলা সীতারমণরা। 

 

কোভিড অতিমারীর সঙ্কটেও মহিলাদের উপরে বেড়েছে পারিবারিক নির্যাতন। তাঁদের সহায়তা দিতে সরকার পদক্ষেপ করেছে বলে এদিন দাবি করেন স্মৃতি ইরানি। বলেন,'' করোনা পরিস্থিতিতে চিকিৎসা, মনস্তাত্বিক, আইনি, পুলিসি সাহায্য ও আশ্রয়ের বন্দোবস্ত করতে ওয়ান স্টপ সেন্টার খোলা হয়েছে। ''

আরও পডুন-           

 

.