বরফে ঢাকা হিমাচল: পর্যটনে সিদ্ধিলাভ স্থানীয়দের
কয়েকদিন ধরে টানা তুষারপাত চলছে হিমাচলপ্রদেশের উত্তরে। যতদূর চোখ যায়, শুধুই বরফের চাদর। হিমাচলপ্রদেশের রাজধানী শিমলা থেকে ১৩ কিলোমিটার দূরে কুফরিতে তাই এখন পর্যটকদের থিকথিকে ভিড়।
কয়েকদিন ধরে টানা তুষারপাত চলছে হিমাচলপ্রদেশের উত্তরে। যতদূর চোখ যায়, শুধুই বরফের চাদর। হিমাচলপ্রদেশের রাজধানী শিমলা থেকে ১৩ কিলোমিটার দূরে কুফরিতে তাই এখন পর্যটকদের থিকথিকে ভিড়। লাগাতার তুষারপাতের জেরে কুফরির তাপমাত্রা এখন অনেকটাই নেমে গিয়েছে। বরফের চাদর যত পুরু হচ্ছে, ততই বাড়ছে পর্যটকের সংখ্যা।
রমরমিয়ে রোজগারের সময় যে এটাই সেটা বুঝে পর্যটকদের নানা রকম খেলাধূলা ও বিনোদনের ব্যবস্থা করে দিচ্ছেন স্থানীয় মানুষেরা। বিনিময়ে মিলছে পারিশ্রমিক। পর্যটকদের আমোদের ব্যবস্থা করে দিতে বরফের মধ্যে নানা রকম খেলা নিয়ে হাজির হয়েছেন তাঁরা। স্কি, টিউব স্লাইডিং, স্নো স্কুটার, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। পর্যটকরাও চুটিয়ে মজা নিচ্ছেন।
কুফরির মানুষ খুব খুশি। তাদের বক্তব্য, বহু বছর পর কুফরিতে ভাল করে বরফ পড়েছে। বরফের টানে দলে দলে পর্যটক আসছে। তার জন্য রোজগারের মুখ দেখছে এলাকার যুবকরা।