বর্ষার মেঘ ঢুকল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে!

সময়ের আগেই এবার বর্ষার মেঘ জমতে শুরু করল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ১৭-ই মে সেখানে বর্ষার আগমনের সময় ধার্য করা হলেও, নির্ধারিত সময়ের ৩ দিন আগে আজই কালো মেঘ জমতে শুরু করেছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

Updated By: May 14, 2017, 06:44 PM IST
বর্ষার মেঘ ঢুকল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে!

ওয়েব ডেস্ক : সময়ের আগেই এবার বর্ষার মেঘ জমতে শুরু করল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ১৭-ই মে সেখানে বর্ষার আগমনের সময় ধার্য করা হলেও, নির্ধারিত সময়ের ৩ দিন আগে আজই কালো মেঘ জমতে শুরু করেছে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন- জুনেই সবচেয়ে শক্তিশালী রকেটটি উত্ক্ষেপণ করতে চলেছে ISRO

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সাধারণ ভাবে ১৭-ই মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও আন্দামান সাগরের ওপর দেখা দেয়। কিন্তু চলতি বছর সেই মেঘ ইতিমধ্যেই ভারী আকারে ঢুকে পড়েছে সেখানে। তবে এটা এখনও পরিষ্কার নয়, কেরলে সময়ের আগে বর্ষা ঢুকবে কি না।

ভারতে যেমন প্রতি বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, তেমনই কেরল হয় অপর একটি মৌসুমি বায়ু প্রবেশ করে। ১ জুন সাধারণ ভাবে বর্ষা নামে কেরলে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে সব লকিছু স্বাভাবিক থাকলে ১ জুনই কেরলে বর্ষা প্রবেশ করবে এই বছর।

.