স্তব্ধ স্পাইস জেটের উড়ান
জ্বালানীর সমস্যার কারণ দেখিয়ে দেশজুড়ে সমস্ত উড়ান রধ করল স্পাইস জেট। বুধবার সকাল হতেই দেশের কোনও বিমনবন্দর থেকে স্পাইসের একটি বিমানও আকাশে ওড়েনি। বিমানে জ্বালানী নিতে নারাজ সংস্থা।
নয়াদিল্লি: জ্বালানীর সমস্যার কারণ দেখিয়ে দেশজুড়ে সমস্ত উড়ান রধ করল স্পাইস জেট। বুধবার সকাল হতেই দেশের কোনও বিমনবন্দর থেকে স্পাইসের একটি বিমানও আকাশে ওড়েনি। বিমানে জ্বালানী নিতে নারাজ সংস্থা।
বেশ কিছুদিন ধরেই মন্দার মার খাচ্ছে স্পাইস জেট। দেনা বাড়ছিল জ্বালানী সরবরাহ সংস্থাগুলির ঘরেও। সেই কারণেই উড়ান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণধাররা।
পরিস্থিতি সামাল দিতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জ্বালানী সংস্থাকে ধারে স্পাইস জেটে তেল দেওয়ার নির্দেশ দিয়েছে।
কাল পর্যন্ত স্পাইসের ২৫০ টি বিমান নিয়মিত আকাশে উড়ত। যার বেশিরভাগই দিল্লি ও মুম্বইয় বিমানবন্দর থেকে যাত্রী পরিষেবা দিত। স্পাইস জেটের এই বিপদের সময়ে অসুবিধায় পড়েছেন বহু যাত্রী।
সরকারের তরফে বিমান সংস্থাটিকে ১৫ দিনের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক চেষ্ঠা করছে সংস্থাটিকে ৬০০০ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার।