আইপিএল-এর বাকি ম্যাচে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
স্পট ফিক্সিং কাণ্ডে বোর্ডকে ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট। তবে আইপিএলের উপর নিষেধাজ্ঞা জারি করা হল না। দায়সারা মনোভাব ছেড়ে ক্রিকেটকে কলঙ্কমুক্ত করুক বোর্ড। দু সপ্তাহের মধ্যে বোর্ডকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রসঙ্গত, আইপিএলের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে দিল্লি হাইকোর্টে৷ সেই আবেদনে বলা হয়েছিল যতক্ষণ না স্পট ফিক্সিংয়ের মত ঘটনা রুখতে কঠোর কোনও আইন বলবত্ হচ্ছে, ততক্ষণ নিষেধাজ্ঞা জারি করা হোক আইপিএলের উপর৷
স্পট ফিক্সিং কাণ্ডে বোর্ডকে ভর্ত্সনা করল সুপ্রিম কোর্ট। তবে আইপিএলের উপর নিষেধাজ্ঞা জারি করা হল না। দায়সারা মনোভাব ছেড়ে ক্রিকেটকে কলঙ্কমুক্ত করুক বোর্ড। দু সপ্তাহের মধ্যে বোর্ডকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। প্রসঙ্গত, আইপিএলের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে একটি জনস্বার্থ মামলা করা হয়েছে দিল্লি হাইকোর্টে৷ সেই আবেদনে বলা হয়েছিল যতক্ষণ না স্পট ফিক্সিংয়ের মত ঘটনা রুখতে কঠোর কোনও আইন বলবত্ হচ্ছে, ততক্ষণ নিষেধাজ্ঞা জারি করা হোক আইপিএলের উপর৷
পড়ুন শ্রীসন্থের ইমেলে উঠতি নায়িকাদের ছবি
বুকিদের যাবজ্জীবন কারাবাস হতে পারে
সুপ্রিম কোর্টের বিচারপতি বি এস চহ্বান ও বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চে আজই বাকি ম্যাচগুলি আপাতত বন্ধ রাখার পিটিশনের শুনানি হয়। পিটিশনটি দাখিল করেন সুদর্শ অবস্থি। তাঁর পিটিশনে বলা হয়েছে, প্লেয়ারদের নিলাম থেকে শুরু করে একাধিক বেনিয়ম ঘটে চলেছে। আইপিএলে কালো টাকার খেলা আছে। ম্যাচ গড়াপেটা, অন্যান্য বেনিয়মের তদন্ত চাই। তদন্তের ভার দেওয়া হোক বিশেষ তদন্ত দল (সিট)কে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ বন্ধ থাক।