‘লাভ জিহাদ’-এর তদন্ত করবে এনআইএ, নির্দেশ সুপ্রিম কোর্টের
ওয়েব ডেস্ক: লাভ জিহাদ নিয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কেরলে এক হিন্দু মেয়েকে বিয়ে করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। ওই মামলায় শীর্ষ আদালতে জাতীয় তদন্তকারী সংস্থা জানায়, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আরও তদন্তের প্রয়োজন রয়েছে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানায়, শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি আর ভি রবীন্দ্রমের নজরদারিতে তদন্ত চলবে। এনআইএ জানায়, অখিলা আশোকনকে বিবাহ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়। অভিভাবকদের সঙ্গে মতানৈক্য রয়েছে এমন হিন্দু মেয়েদের টার্গেট করা হচ্ছে। তাঁদের ধর্মান্তরিত করা হচ্ছে।
কেরল সরকার এদিন জানায়, শীর্ষ আদালত এনআইএ তদন্তের নির্দেশ দিলে তাদের আপত্তি নেই। গতবছর ডিসেম্বরে অখিলা অশোকনকে বিয়ে করে সাফিন জাহান। কেরল হাইকোর্ট তাঁদের বিয়ে অবৈধ ঘোষণা করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সাফিনের আইনজীবী কপিল সিব্বল ও ইন্দিরা জয়সিং সওয়াল করেন, বিষয়টি ধর্মীয় ব্যাপার। খুব সতর্কভাবে প্রাক্তন বিচারপতির চয়ন করতে হবে সুপ্রিম কোর্টকে।
আরও পড়ুন-গোরক্ষপুর শিশু মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট