ভারতীয় জলসীমায় ফের আটক সন্দেহভাজন পাক নৌকা

ফের পাক নৌকো আটক ভারতের উপকূলে। ভুজের খাঁড়ি অঞ্চল থেকে ৯ জন পাকিস্তানি মত্‍স্যজীবী সহ নৌকোটিকে আটক করে বিএসএফ। কী কারণে তাঁরা ভারতের জলসীমায় প্রবেশ করেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও নৌকোয় সন্দেহজনক কিছুই মেলেনি বলে খবর। মাছ ধরার জিনিসপত্র উদ্ধার করেছে বিএসএফ।

Updated By: Oct 5, 2016, 07:23 PM IST
ভারতীয় জলসীমায় ফের আটক সন্দেহভাজন পাক নৌকা

ওয়েব ডেস্ক : ফের পাক নৌকো আটক ভারতের উপকূলে। ভুজের খাঁড়ি অঞ্চল থেকে ৯ জন পাকিস্তানি মত্‍স্যজীবী সহ নৌকোটিকে আটক করে বিএসএফ। কী কারণে তাঁরা ভারতের জলসীমায় প্রবেশ করেন, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও নৌকোয় সন্দেহজনক কিছুই মেলেনি বলে খবর। মাছ ধরার জিনিসপত্র উদ্ধার করেছে বিএসএফ।

গতকালও পঞ্জাবের রবি নদীতে একটি পরিত্যক্ত পাক নৌকো আটক করে BSF। পাঠানকোট সেক্টরে টোটাগুরু পোস্টের কাছে ওই নৌকোটি আটক করা হয়। তবে তাতে কোনও যাত্রী ছিল না। এর আগে গত রবিবারও গুজরাত উপকূলের কাছে আরও একটি পাক নৌকো আটক করেছিল উপকূলরক্ষী বাহিনীর জলযান সমুদ্র পাভক। কীভাবে সবার নজর এড়িয়ে বারবার ভারতীয় জলসীমা লঙ্ঘন করছে পাক নৌকোগুলি, এনিয়ে প্রশ্ন উঠছে। আরও কঠোর করা হচ্ছে সীমান্তে নজরদারি।

.