আজ ফার্স্ট লেডির শেষকৃত্য, দিল্লিতে রাষ্ট্রপতি-পত্নীকে হাসিনার শ্রদ্ধা
আজ রাষ্ট্রপতি-পত্নীর শেষকৃত্য। শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যোগ দিতে আজ দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওয়েব ডেস্ক: আজ রাষ্ট্রপতি-পত্নীর শেষকৃত্য। শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যোগ দিতে আজ দিল্লিতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুভ্রা মুখার্জির মৃত্যুতে গতকালই শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষকৃত্যে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীরও। গতকালই জীবনাবসান হয় ভারতের ফার্স্ট লেডি শুভ্রা মুখোপাধ্যায়ের। শ্বাসকষ্ট নিয়ে গত শুক্রবার সন্ধেয় তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত শুভ্রা মুখোপাধ্যায়কে রাখা হয়েছিল আইসিইউতে। ১৭ সেপ্টেম্বর ১৯৪০, বাংলাদেশের যশোরে জন্ম। প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় ১৯৫৭'র ১৩ জুলাই। রবীন্দ্রনাথ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত শুভ্রা মুখোপাধ্যায় ভাল রবীন্দ্রসঙ্গীত গাইতেন। দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও বহু রবীন্দ্র নৃত্যনাট্যে অংশ নিয়েছেন তিনি। লিখেছেন দুটি বই। 'চোখের আলোয়' এবং 'চেনা অচেনায় চিন'।