খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু নাবালিকার

মর্মান্তিক ঘটনা ঘটে গেল তামিলনাডুর কোয়েম্বাতুরে। পার্কে খেলতে গিয়ে ১২ বছরের এক নাবালিকার মৃত্যু হল। একটি লোহার রডে ওড়না জড়িয়ে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিস বিষয়টিকে দুর্ঘটনা বললেও তদন্ত শুরু করেছে।

Updated By: Dec 14, 2016, 09:36 PM IST
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু নাবালিকার
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : মর্মান্তিক ঘটনা ঘটে গেল তামিলনাডুর কোয়েম্বাতুরে। পার্কে খেলতে গিয়ে ১২ বছরের এক নাবালিকার মৃত্যু হল। একটি লোহার রডে ওড়না জড়িয়ে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিস বিষয়টিকে দুর্ঘটনা বললেও তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন- বারামুলায় সেনাবাহিনীর গুলিতে হত লস্কর কমান্ডার আবু বকর

জানা যায়, খেলার সময় হঠাত্‍ই গলায় ও রডটিতে পেচিয়ে যায় ওড়নাটি। টান লেগে তার গলায় বসে যায় সেটি। এতেই মৃত্যু হয় ওই নাবালিকার। পুলিস জানিয়েছে মৃতার নাম অক্ষয়া। সে বড়াভল্লির একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ত। সেখানেই বাড়ির বাইরে একটি পার্কে খেলতে যায়। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে এলেও অক্ষয়া বাড়ি না ফেরায়, তার পরিবারের পক্ষ থেকে খোঁজখবর শুরু হয়। অবশেষে সন্ধ্যা নাগাদ পার্কের স্লাইডে একটি লোহার রডে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

.