মুকুট পরিয়ে তেজস্বীতে ভরসা তেজপ্রতাপের
এদিন, ভাইয়ের মাথায় মুকুট পরিয়ে দিয়ে আপাতত ভাইকেই দলের সারথীর স্বীকৃতি দিলেন দাদা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
নিজস্ব প্রতিবেদন: ভাইয়ের মাথায় মুকুট তুলে দিলেন দাদা। দাদার পা ছুঁয়ে প্রণাম করলেন ছোট ভাই। ভাইয়ের পিঠে হাত দিয়ে আশীর্বাদ করলেন দাদা। বৃহস্পতিবার পাটনাসাহিবের এই দৃশ্য দেখে আপাতত স্বস্তির শ্বাস ফেলতেই পারেন 'বাবা' লালুপ্রসাদ যাদব।
দুই দশক আগে ৫ জুলাই রাষ্ট্রীয় জনতা দল প্রতিষ্ঠা করেছিলেন সেসময়ের তরুণতুর্কি লালুপ্রসাদ যাদব। এরপর শোন দিয়ে বয়ে গিয়েছে অনেকটা জল। রাজনীতির চড়াই উতরাইয়ে লালু যেমন শৃঙ্গে অবস্থান করেছেন, তেমনই এখন একেবারে খাদে। ক্ষমতা হারিয়ে, পশু খাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে যখন লালুপ্রসাদ একেবারে কোণঠাসা, ঠিক তখনই 'বাবা'র অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ব্যাটন হাতে নিয়েছেন ছোট ছেলে তেজস্বী যাদব। আর এখানেই বিপদ! আরও পড়ুন- দিল্লি যেখানে ছিল, সেখানেই রইল : জেটলি
দলের নেতৃত্ব সরাসরি 'ভাই'য়ের হাতে চলে যাওয়ায় বেশ কয়েকবার ফোঁস করে উঠেছেন লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদব। সোশ্যাল মাধ্যমে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করেও পরে তা ফিরিয়ে নিয়েছেন। তবে তাঁর দাবি, পরিবারে অশান্তি বাঁধাতে এসবই বিজেপির চক্রান্ত। এদিন, ভাইয়ের মাথায় মুকুট পরিয়ে দিয়ে আপাতত ভাইকেই দলের সারথীর স্বীকৃতি দিলেন দাদা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে, যাদব কুলে দুই ভাইয়ের মধ্যে কি সত্যিই অন্তর্কলহ মিটে গেল? যারা তেজপ্রতাপকে চেনেন, তাঁদের একটা বড় অংশ বলছেন সন্দেহ আছে!