আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনে নাশকতা চালাতে পারে সন্ত্রাসবাদীরা, আশঙ্কা প্রধানমন্ত্রীর

পাঁরা রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০১৪-র লোকসভা নির্বাচন ভণ্ডুল করতে নাশকতার ছক কষছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। শনিবার দেশের পুলিসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নির্বাচনের আগে দেশের গোয়ান্দা শাখাকে সতর্ক থাকতে বলেছেন তিনি।

Updated By: Nov 23, 2013, 02:18 PM IST

পাঁরা রাজ্যে বিধানসভা নির্বাচন ও ২০১৪-র লোকসভা নির্বাচন ভণ্ডুল করতে নাশকতার ছক কষছে সন্ত্রাসবাদী সংগঠনগুলি। শনিবার দেশের পুলিসের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নির্বাচনের আগে দেশের গোয়ান্দা শাখাকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
দিল্লিতে ডাইরেক্টর জেনারেল ও ইন্সপেক্টর জেনারেলদের তিন দিনের সমাবেশের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মনে হচ্ছে লোকসভা ও বিধানসভা নির্বাচনে নাশকতা ঘটানোর চেষ্টা চালাতে পারে। নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকা উচিৎ।"
সম্প্রতি মুজফফরনগরে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আমরা এই ধরনের ঘটনা কখনই মেনে নিতে পারি না।" পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে ধরনের কথা লেখা হয়েছিল তা দাঙ্গায় আরও ইন্ধন জুগিয়েছে বলে সমালোচনা করেছেন তিনি।

.