ফের পাকিস্তানে জঙ্গি হানা
ক দিন আগেই লাহোরের ওয়াঘা সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণের পর ফের পাকিস্তানে জঙ্গি হানা। শনিবার রাতে কুলগাঁও জেলার কাজিগন্দে সিআরপিএফের টহলদারী বাস লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে দুজন জওয়ান নিহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা গুলি চালায় সিআরপিএফ। রাতের অন্ধকারে জঙ্গিরা এরপর পালিয়ে যায়। আক্রমণকারীদের সন্ধানে তল্লাসি শুরু হয়েছে।
ওয়েব ডেস্ক: ক দিন আগেই লাহোরের ওয়াঘা সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণের পর ফের পাকিস্তানে জঙ্গি হানা। শনিবার রাতে কুলগাঁও জেলার কাজিগন্দে সিআরপিএফের টহলদারী বাস লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে দুজন জওয়ান নিহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা গুলি চালায় সিআরপিএফ। রাতের অন্ধকারে জঙ্গিরা এরপর পালিয়ে যায়। আক্রমণকারীদের সন্ধানে তল্লাসি শুরু হয়েছে।
কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এদিনের হামলার দায় স্বীকার করেনি। এদিকে, এক রিপোর্টে প্রকাশ পাকিস্তানে অচলাবস্থা তৈরির জন্য আইসিস জঙ্গিরা দেশে ঢুকে পড়েছে। এই জঙ্গি হামলার পিছনে আইসিস-এর হাত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।